মেহেরপুর বন্দরে মিডিয়া কাপ ফুটবলের উদ্বোধন

 

মেহেরপুর অফিস: মেহেরপুর সদর উপজেলার বন্দর যুব সংঘের উদ্যোগে বন্দর গালারমাঠে মিডিয়াকাপ ফুটবলের উদ্বোধন করা হয়েছে। মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য মাসুদ অরুন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িপোতা ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ মুকুল। উদ্বোধনী খেলায় রাধাকান্তপুর একাদশ জয়লাভ করে। নির্ধারিত সময়ে অমিমাংসিত থাকায় গতকাল রোববার বিকেলে অনুষ্ঠিত খেলায় রাধাকান্তপুর একাদশ টাইব্রেকারে ৩-১ গোলে মুজিবনগর শাপলা স্বেচ্চাসেবী ক্লাবকে পরাজিত করে। মোট ১৬টি দল এ খেলায় অংশ নেবে বলে আয়োজকরা জানিয়েছেন।