সেরা সাঁতারুর খোঁজে মেহেরপুরে সাঁতার প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে এমপি ফরহাদ হোসেন
মেহেরপুর অফিস: বাংলাদেশ সুইমিং ফেডারেশনের আয়োজনে ও বাংলাদেশ নৌ-বাহিনীর সহযোগিতায় ‘সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ’ শীর্ষক কর্মসূচীর শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে মেহেরপুর গড় পুকুরে অনুষ্ঠিত সাঁতার প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন করেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন। সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক আতাউল হাকিম লাল মিয়া। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রশিদুর মান্নাফ কবীর, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক, পিএসসি, বিএনের কমান্ডার এসএম মাহমুদুর রহমান, লে. কমান্ডার এম নাঈম হক, কমান্ডার এম নাহিদ, জেলা আওয়ামী লীগের সহসভাপতি পিরোজপুর ইউপি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস। এদিকে স্থানীয় সাঁতারুরা বলছেন, দেশব্যাপী এ ধরনের প্রতিযোগিতার পাশাপাশি জেলার সাঁতারুদের নিয়মিত প্রশিক্ষণের প্রয়োজন। এছাড়াও জেলায় একটি আন্তর্জাতিকমানের সুইমিংপুল নির্মাণের দাবি তাদের। দ্রুত মেহেরপুরে একটি মিনি ষ্টেডিয়ামের মধ্যে একটি সুইমিংপুল নির্মাণ করা হবে বলে জানালেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য। এছাড়াও প্রতি বছর যাতে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা নিয়মিত সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারে তার আশ্বাস দেন তিনি। প্রতিভাবান সাতারুর খোঁজে দেশব্যাপী শুরু হয়েছে সাতারু অন্বেষণ প্রতিযোগিতা। তাদের খুঁজে বের করার লক্ষেই এ আয়োজন। মেহেরপুর থেকে বাছাই করা হয়েছে ২১ প্রতিভাবান ছেলে ও মেয়ে সাতারু। পিএসসি, বিএনের কমান্ডার এসএম মাহমুদুর রহমান আরও জানান, ১১-১২, ১৩-১৫, ১৫-১৭ ও ১৮ বছর ও ঊর্ধ্ব বয়সী নারী-পুরুষ সাঁতারুর মধ্য থেকে প্রতিটি উপজেলার ৪৮ জন করে সাতারু বাছাই করে এক হাজার প্রতিভা সম্পন্ন সাতারুকে ঢাকায় নেয়া হবে। প্রতিটি জেলার ১০ থেকে ২০ জন সাঁতারু বাছাই করে বিদেশি প্রশিক্ষকের মাধ্যমে প্রশিক্ষণ প্রদান করা হবে। এদের মধ্য থেকে প্রতিযোগিতার মাধ্যমে প্রথমে ১৬০ ও পরে ৬০ জন সেরা সাঁতারু বাছাই করে সুইমিং ফেডারেশনে যোগদান করানো হবে।