আলমডাঙ্গার আঠারখাদায় বিদ্যুত স্পৃষ্টে তিন শিশু আহত

 

মুন্সিগঞ্জ প্রতিনিধি: আলমডাঙ্গার বাড়াদী ইউনিয়নের আঠারখাদা গ্রামে তিন শিশু মাঠে খেলতে গিয়ে বিপত্তি ঘটেছে। মাঠে বিদ্যুতের খাম্বায় উঠে তারে হাত দিলে বিদ্যুত স্পৃষ্ট হয়ে মারাত্মক আহত হয়। মাঠের লোকজন তাদের উদ্ধার করে হারদি স্বাস্থ্য কমপেক্সে ভতি করে। দুই শিশুর অবস্থা গুরুতর হওয়ায় তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার করেছে। জানা গেছে, গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে আলমডাঙ্গার আঠারখাদা গ্রামের উত্তরপাড়ার দিন মুজুর আসার ছেলে তৃতীয় শ্রেণির ছাত্র আসা (১০), শরিফের ছেলে ১ম শ্রেণির ছাত্র রকি (১০) ও লতিফের ছেলে দ্বিতীয় শ্রেণির ছাত্র শামিম (৮)  মাঠে খেলতে যায়। গ্রামের মাঠের হাবিবুর মেম্বারের মেহগনি বাগানের কাছে খাম্বার টানা তার বেয়ে ওঠে তারা। এ সময় স্কুল ছাত্র রতন, রকি ও শামিম ও বিদ্যুত স্পৃষ্ট হয়ে আছড়ে পড়ে। মাঠে থাকা লোকজন তাদের উদ্ধার করে হারদী স্বাস্থ্য কমপ্লেক্সে ভতি করে। স্কুল ছাত্র শামিমকে হারদী স্বাস্থ্য কমপ্লেক্সে রেখে চিকিত্সা দেয়া হচ্ছে। দুজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার করা হয়েছে।

Leave a comment