মুজিবনগর প্রতিনিধি: মেহেরপুরের মুজিবনগর উপজেলার মহাজনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমাম হোসেন মিলুর উদ্যোগে গতকাল মঙ্গলবার বিকালে যতারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অন্ত-ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা হেমায়েত উদ্দিন অন্ত-ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন। এ সময় তিনি উভয় দলের খেলোয়াড়দের সাথে পরিচিতি হন। ওই সময় মুজিবনগর থানার ওসি কাজী কামাল হোসেন, মহাজনপুর ইউপি চেয়ারম্যান আমাম হোসেন মিলুসহ ইউপি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। টুর্নামেন্টে মহাজনপুর ইউনিয়নের ১০টি দল অংশগ্রহণ করছে। উদ্বোধনী খেলায় কোমরপুর ৭ নং ওয়ার্ড একাদশ জয়লাভ করেছে। খেলায় ৭ নং ওয়ার্ড একাদশ ৩-০ গোলে যতারপুর ২ নং ওয়ার্ড একাদশকে পরাজিত করে। বিজয়ীদলের নুর ইসলাম ২টি ও রুবেল ১টি গোল করেন।