জয়ের নামে সংগঠন করায় আটক ২

 

স্টাফ রিপোর্টার: ঢাকার কেরানীগঞ্জে আওয়ামী লীগের নাম ব্যবহার করে ভুইফোঁড় সংগঠন করায় ২ জনকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার সকালে কেরানীগঞ্জের কালিগঞ্জে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন সজিব ওয়াজেদ জয় লীগের ঢাকা জেলার যুগ্ম আহ্বায়ক আবদুল বারেক ও আহ্বায়ক রনি আহমেদের বড় ভাই খোরশেদ আলম। অভিযান টের পেয়ে আহ্বায়ক রনি আহমেদ পালিয়ে যান।

সূত্র জানায়, সুবিধাবাদী কিছু লোক এসব ভুয়া সংগঠন বানিয়ে মানুষকে বিভ্রান্ত করছে। তারা সংগঠনের নামে নিচ্ছেন বিভিন্ন সুযোগ সুবিধা। ‘বাংলাদেশ আওয়ামী সজীব ওয়াজেদ জয় লীগ’ নামে একটি ভূয়া সংগঠনের অস্তিত্ব পাওয়া গেছে কেরানীগঞ্জে। বিষয়টি নজরে এসেছে স্থানীয় আওয়ামী লীগ ও আইন-শৃঙ্খলা বাহিনীর।

জানা যায়, কেরানীগঞ্জের কালিগঞ্জ চৌধুরী মার্কেটের একটি দোকান ভাড়া নিয়ে সংগঠনের প্রধান কার্যালয় বানানো হয়েছে। তারা বিভিন্ন লিফলেট, ব্যানার ও ভিজিডিং কার্ড ছাপিয়ে ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা তুলছেন। কেরানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ বলেন, আওয়ামী লীগের নাম ভাঙিয়ে গড়ে উঠা ভুঁইফোড় সংগঠনগুলোর বিরুদ্ধে পুলিশকে ব্যবস্থা নেয়ার জন্য অনুরোধ করা হয়েছে। এরা সুবিধাবাদী লোক। এদের বিরুদ্ধে বিভিন্ন লোককে হয়রানির অভিযোগ পাওয়া গেছে।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি মনিরুল ইসলাম জানান, ২ ব্যক্তিকে আটক করা হয়েছে। এরা আওয়ামী লীগের নামে ভূয়া সংগঠন বানিয়ে লোকজনকে হয়রানি ও প্রতারণা করে আসছিলো। এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Leave a comment