জীবননগরে আন্তঃস্কুল ও মাদারাসা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় জীবননগর পাইলট ও গয়েশপুর হাইস্কুল জয়ী

 

জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলা আন্তঃস্কুল ও মাদরাসা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। গত রোববার এ টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। হাসাদাহ ও গয়েশপুর ভেন্যুতে অনুষ্ঠিত উদ্বোধনী খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমল। গয়েশপুর ভেন্যুতে অনুষ্ঠিত খেলায় জীবননগর পাইলট মাধ্যমিক বিদ্যালয় ও গয়েশপুর মাধ্যমিক বিদ্যালয় নিজেদের প্রথম খেলায় জয়লাভ করে।

গয়েশপুর মাধ্যমিক বিদ্যালয় দিনের প্রথম খেলায় মুখোমুখি হয় শাপলাকলি আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের। খেলায় ২-০ গোলে গয়েশপুর মাধ্যমিক বিদ্যালয় শাপলাকলি আদর্শ মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে। বিজয়ী দলের তুহিন ও রুহুল একটি গোল করে। অপর খেলায় জীবননগর পাইলট মাধ্যমিক বিদ্যালয় ও করতোয়া মাধ্যমিক বিদ্যালয় মুখোমুখি হয়। এ খেলায় জীবননগর পাইলট মাধ্যমিক বিদ্যালয় ১-০ গোলে করতোয়া মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে। গয়েশপুর স্কুলমাঠে অনুষ্ঠিত দুটি খেলা পরিচালনা করেন মুন্সি আব্দুর রকিব কিরণ। এছাড়াও হাসাদাহ হাইস্কুল মাঠে ভেন্যুর অপর দুটি খেলা অনুষ্ঠিত হয়।

Leave a comment