স্টাফ রিপোর্টার: গাংনী থানার ওসি ও মেহেরপুর জজ কোর্টের এক অ্যাডভোকেটকে স্বশরীরে তলব করেছেন আদালত। তাদেরকে আদালতে হাজির হয়ে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছেন আমলি আদালতের বিচারক মো: সানাউল্ল্যাহ। গাংনী থানার ওসিকে বারবার আসামি ধরার জন্য তাগিদ দিলেও তিনি তা আমলে নেননি। এমনকি আদালতকে আসামিকে গ্রেফতার না করার কারণও জানান না। অন্যদিকে অ্যাডভোকেট হাসান মাহবুবুর রহমান মুকুল এক মক্কেলের টাকা নিজ হেফাজতে রেখে পেশাগত অসদাচরণ করায় তাকেও আদালতে হাজির হয়ে কারণ দর্শানোর জন্য বলেন আদালত। মেহেরপুর মুজিবনগর আমলি আদালত-১ ও গাংনী আমলি আদালত-২ এর প্রথম শ্রেণির জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো: সানাউল্ল্যাহ পৃথক এ দুটি আদেশ দেন বলে আদালতসূত্রে জানা গেছে।
গাংনী থানার ২৬৩/১৪ সিআর মামলার আসামি এনামুল হককে গ্রেফতারের জন্য আদালত পরোয়ানা জারি করেন ২০১৫ সালের ২২ ফেব্রুয়ারি। একাধিকবার ওয়ারেন্ট ইস্যু করা হলেও এ পর্যন্ত ওই আসামিকে গ্রেফতার করা হয়নি এমনকি গ্রেফতারি পরোয়ানা তামিল না করার কারণও তিনি আদালতকে জানাননি থানার ওসি। এ কারণে থানার ওসিকে স্বশরীরে আদালতে হাজির হয়ে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছেন আদালত।