বিশ্ব টুকিটাকি : আবারো নেপালের প্রধানমন্ত্রী হলেন প্রচণ্ড

আবারো নেপালের প্রধানমন্ত্রী হলেন প্রচণ্ড

মাথাভাঙ্গা মনিটর: মাওবাদী বিদ্রোহী প্রধান পুস্প কমল দহল ওরফে প্রচণ্ড নেপালের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। ক্ষমতা গ্রহণের ৯ মাসের মাথায় নেপালের প্রধানমন্ত্রী কে পি অলি পদত্যাগের পর প্রচন্দ নতুন প্রধানমন্ত্রী হলেন। গত মঙ্গলবার ৫৯৫ সদস্যের পার্লামেন্টে ৫৭৩ ভোটের মধ্যে ৩৬৩ ভোট পেয়ে প্রচণ্ড প্রধানমন্ত্রী নির্বাচিত হন বলে জানিয়েছেন স্পিকার ওনসারি ঘারতি। তিনি ক্ষমতায় আসায় নেপালে আগের চেয়ে এবারের সরকার আরও স্থিতিশীল হবে বলে আশা করা হচ্ছে। নেপালে রাজতন্ত্রের পতন ঘটাতে দশকব্যাপী বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন প্রচণ্ড। ১৯৯০ সালে নেপালে বহুদলীয় গণতন্ত্র চালু হওয়ার পর থেকে ২৬ বছরের মধ্যে প্রচণ্ড দেশটির ২৪ তম প্রধানমন্ত্রী হলেন।

চলে গেলেন আরবের প্রথম নোবেল বিজয়ী বিজ্ঞানী

মাথাভাঙ্গা মনিটর: আরবের প্রথম নোবেল বিজয়ী বিজ্ঞানী আহমেদ জিওয়েইল মারা গেছেন। তিনি ছিলেন মিসরীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক। ফেমটোকেমিস্ট্রির ওপর গবেষণা করে ১৯৯৯ সালে নোবেল পুরস্কার পান জিওয়েইল। রসায়নের এই শাখায় অতি সূক্ষ্ম সময়ে ঘটা রাসায়নিক বিক্রিয়া নিয়ে আলোচনা করা হয়। তাকেই এ ধরনের গবেষণার পথপ্রদর্শক বলা হয়ে থাকে। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭০ বছর। গত ৪০ বছর ধরে ক্যালিফোর্নিয়া ইন্সটিটিউট অব টেকনোলজি’র অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। তিনি মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার বিজ্ঞানবিষয়ক উপদেষ্টা হিসেবেও কাজ করেন। শিক্ষাজীবন শেষ করার পর ১৯৮২ সালে তিনি যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পান।

দুবাই বিমানবন্দরে এমিরেটসের ফ্লাইটে আগুন

মাথাভাঙ্গা মনিটর: দুবাই বিমানবন্দরে অবতরণের সময়ে এমিরেটসের একটি যাত্রীবাহী বিমানে আগুন লেগেছে। আরব আমিরাতের সরকারিসূত্রে জানা গেছে স্থানীয় সময় দুপুর একটায় ভারত থেকে ২৭৫ জন যাত্রী ও ক্রু নিয়ে বোয়িং ৭৭৭-৩০০ মডেলের জেটটি দুবাই বিমানবন্দরে অবতরণের সময়ে আগুন লেগে যায়। বিমানটি ভারতের ত্রিভানদ্রাম আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুবাইয়ের উদ্দেশে রওনা হয়েছিলো। জানা গেছে, অবতরণের আগে বিমানটি জরুরি সংকেত দিয়েছিলো। এ ঘটনায় কারো নিহত বা আহত হওয়ার কথা জানা যায়নি, সবাইকে নিরাপদে নামানো হয়েছিলো বলে কর্তৃপক্ষ জানিয়েছে। এমিরেটস জানিয়েছে, আগুনের কারণ এখনো জানা যায়নি। দুবাই বিমানবন্দরে সব জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান মোতায়েন করা হয়েছে। সব বিমান অবতরণ বাতিল করা হয়েছে।

ভারতে ব্রিজ ধসে ২২ জন নিখোঁজ

মাথাভাঙ্গা মনিটর: পশ্চিম ভারতে মুম্বাই ও গোয়াকে সংযোগকারী হাইওয়ের একটি ব্রিজ ধসে পড়ার পর ২২ জন নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে বিবিসি। সাবিত্রী নদীর ওপর দিয়ে বয়ে যাওয়া এই ব্রিজটি ব্রিটিশ শাসন আমলে তৈরি হয়েছিলো বলে জানায় এনডিটিভি। এনডিটিভি তাদের প্রতিবেদনে বলে, তীব্র বর্ষণের কারণে নদীর স্রোত বেড়ে রাত ১টার দিকে হঠাত করে ব্রিজটির একটি অংশ ভেঙে পড়ে। এ ঘটনায় এখন পর্যন্ত দুটি বাস নদীতে ভেসে গেছে। জানা যায়, প্রতিটি বাসে কমপক্ষে ১১ জন করে যাত্রী ছিলো। দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনায় নিয়জিত দলের ৮০ জন সদস্য এবং ডুবুরী নদীটিতে উদ্ধার অভিযান চালাচ্ছে। কিন্তু তীব্র স্রোতের কারণে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে।

আলেপ্পোর দখল নিয়ে চলছে তীব্র লড়াই

মাথাভাঙ্গা মনিটর: সিরিয়ার আলেপ্পোয় বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকাগুলোর চারপাশ জুড়ে লড়াই তীব্র হয়ে উঠেছে। সরকারি বাহিনীর অবরোধ ভাঙার চেষ্টা করছে বিদ্রোহীরা। ফলে লড়াই তীব্রতর হয়ে উঠেছে সেখানে। বিবিসি জানিয়েছে, শহরটির পূর্ব দিকের বিদ্রোহী নিয়ন্ত্রিত কিন্তু সরকারি বাহিনীর দ্বারা অবরুদ্ধ একটি এলাকাকে পশ্চিমের বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকার সাথে পুনঃসংযুক্ত করতে রোববার থেকে আক্রমণ শুরু করেছে আসাদ বিরোধী যোদ্ধারা। কৌশলগত রামৌসাহ এলাকায় সরকারি বাহিনীর অবস্থানের নিচের মাটির তল দিয়ে সুড়ঙ্গ খুঁড়ে সেখানে ব্যাপক শক্তিশালী একটি বোমার বিস্ফোরণ ঘটায় বিদ্রোহীরা।

Leave a comment