সরোজগঞ্জ প্রতিনিধি: গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুত স্পৃষ্টে প্রাণ হারিয়েছেন চুয়াডাঙ্গা সরোজগঞ্জ ধুতুরহাট কবরস্থানপাড়ার দরিদ্র কৃষক আলী আহাম্মদ (৬৫)। গতকাল সকাল সাড়ে ৮টার দিকে গ্রাম সংলগ্ন দাসপাড়ার মাঠে এ ঘটনা ঘটে। তার মৃত্যুতে পরিবারে নেমে এসেছে অনিশ্চয়তার ছায়া।
প্রতিবেশী ও পরিবারের সদস্যরা জানিয়েছেন চুয়াডাঙ্গা জেলা সদরের পদ্মবিলা ইউনিয়নের ধুতুরহাট কবরস্থানপাড়ার মৃত খোকাই মণ্ডলের ছেলে আলী আহাম্মদ পটল ক্ষেতের পাশে থাকা সজনে গাছের ডাল কাটার জন্য গাছে ওঠেন। ডালটি কাটার পর পাশেই থাকা বৈদ্যুতিক তারে সংযুক্ত হয় গাছ। এতে ঘটনাস্থলেই বিদ্যুত স্পৃষ্টে মারা যান আলী আহাম্মদ। মাঠের লোকজন দৃশ্য দেখে চমকে ওঠেন। লাশ উদ্ধার করে নেয়া হয় বাড়িতে। গতকালই বেলা সাড়ে ৩টায় তার দাফন কাজ সম্পন্ন করা হয়।