দ্বিস্তর টেস্ট কাঠামোর বিরোধিতায় বাংলাদেশের পাশে ভারত

 

স্টাফ রিপোর্টার: প্রথমে জানা গিয়েছিলো একমাত্র বাংলাদেশই আইসিসির এ প্রস্তাবের বিপক্ষে। কিন্তু টেস্টে দ্বি-স্তরের বিপক্ষে বাংলাদেশের সাথে এর আগে সুর মিলিয়েছে শ্রীলঙ্কা। এবার এগিয়ে এসেছে ক্রিকেটের অন্যতম প্রভাবশালী সংগঠন ভারতীয় ক্রিকেট বোর্ডও (বিসিসিআই)। ভারতের ক্রিকেট প্রধান অনুরাগ ঠাকুর টেস্টে দ্বি-স্তরের বিপক্ষে তাদের অবস্থানের কথা জানিয়েছেন। আইসিসির প্রধান নির্বাহী ডেভ রিচার্ডসনের উত্থাপিত প্রস্তাবের পক্ষে অবস্থান নিয়েছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। গত মঙ্গলবার চেন্নাইয়ে ওয়ার্কিং কমিটির এক সভা শেষে টেস্টে দ্বি-স্তরের পে ভারতের সমর্থনের প্রসঙ্গে ঠাকুর বলেন, একদমই না। বিসিসিআই টেস্টে দ্বি-স্তরের বিপক্ষে কারণ, ছোট দেশগুলো ক্ষতিগ্রস্ত হবে আর বিসিসিআই তাদের যত্ন নিতে চায়। তাদের স্বার্থ সংরক্ষণ করা জরুরি। দ্বি-স্তরে তারা রাজস্ব, সেরা দলগুলোর সাথে খেলার সুযোগসহ অনেক কিছু হারাবে। আমরা চাই না, এটা ঘটুক। আমরা বিশ্ব ক্রিকেটের স্বার্থে কাজ করতে চাই। আর এ কারণে, আমাদের দল বিশ্বের সব দেশের বিপক্ষে খেলে। আইসিসি সভা থেকে ফিরে ৩ জুলাই বিসিবি সভাপতি নাজমুল হাসান দাবি করেন, প্রধান নির্বাহীদের সভায় একমাত্র বাংলাদেশই দ্বি-স্তর টেস্টের বিরোধিতা করে। এরপর শ্রীলঙ্কা ক্রিকেটের প্রধান থিলাঙ্গা সামাথিপালা জানান, তারাও টেস্ট ক্রিকেটকে দু স্তরে নিয়ে যাওয়ার বিরুদ্ধে।

আন্তর্জাতিক ক্রিকেটের কাঠামো বদল নিয়ে আরও বিশদ আলোচনা হবে আগামী অক্টোবরের সভায়। এর আগে সেপ্টেম্বরে দুবাইয়ে সদস্য দেশগুলোকে নিয়ে এ বিষয়ে একটি ওয়ার্কশপের প্রস্তাব করা হয়েছে। দ্বি-স্তর কাঠামোয় টেস্ট ৱ্যাঙ্কিংয়ের সেরা ৭ দল থাকবে প্রথম স্তরে। শেষ তিন দল এবং নতুন দুটি টেস্ট খেলুড়ে দেশ থাকবে দ্বিতীয় স্তরে।

Leave a comment