চুয়াডাঙ্গা ও মেহেরপুরে ভারতীয় গরু মদ ও ফেনসিডিল আটক করেছে বিজিবি

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা ও মেহেরপুর সীমান্তে গরু মদ ও ফেনসিডিল আটক করেছে বিজিবি। চুয়াডাঙ্গা জীবননগরের হাসাদহ থেকে ৫টি ভারতীয় গরু, দামুড়হুদার কুতুবপুর থেকে ১০৩ বোতল ভারতীয় মদ ও মেহেরপুর মুজিবনগরের বুড়িপোতা থেকে ১০ বোতল ফেনসিডিল আটক করা হয়। গতকাল সোমবার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব আটক করে চুয়াডাঙ্গা ৬ বিজিবি।

জীবননগরের হাসাদহ থেকে ৫টি ভারতীয় গরু আটক করেছে বিজিবি। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ১টার দিকে উথলী বিওপি কমান্ডার হাবিলদার সাইফুল ইসলামের নেতৃত্বে হাসাদহ গ্রামে অভিযান চালানো হয়। এ সময় গ্রামের রাস্তার ওপর থেকে পাঁচটি ভারতীয় গরু আটক করে বিজিবি। আটককৃত গরুর আনুমানিক মূল্য ২ লাখ ৭০ হাজার টাকা।

দামুড়হুদার কুতুবপুর থেকে পরিত্যাক্ত অবস্থায় ভারতীয় মদ আটক করেছে বিজিবি। সোমবার ভোর ৪টার দিকে গোপন সংবাদে মুন্সিপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার খোরশেদ আলমের নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় দামুড়হুদার কুতুবপুর গ্রামের হালাখালী ব্রিজ থেকে পরিত্যক্ত অবস্থায় ১০৩ বোতল ভারতীয় মদ আটক করে। যার আনুমানিক মূল্য ১ লাখ ৫৪ হাজার ৫০০ টাকা।

মুজিবনগরের বুড়িপোতা থেকে ফেনসিডিল আটক করেছে বিজিবি। গতকাল সোমবার রাত ২টার দিকে বুড়িপোতা বিওপির টহল কমান্ডার হাবিলদার মিজানুর রহমানের নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় বুড়িপোতা মাঠ থেকে ১০ বোতল ফেনসিডিল আটক করে বিজিবি। আটককৃত ফেনসিডিলের আনুমানিক মূল্য চার হাজার টাকা।

আটককৃত গরু, মদ ও ফেনসিডিলের মোট মূল্য ৪ লাখ ২৮ হাজার ৫০০ টাকা। মালামাল কাস্টমস ও মাদকদ্রব্য নিয়ন্ত্রন অফিসে জমা করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

Leave a comment