আলুকদিয়া প্রতিনিধি: আলুকদিয়া-মনিরামপুর গোরস্তানের দুটি নিম গাছ বিক্রি করে ভ্রাম্যমাণ আদালতের হাতে ধরা পড়েছেন রাজাপুর গ্রামের চার প্রভাবশালী। পরে ভ্রাম্যমাণ আদালত তাদেরকে জরিমানা করে মুক্তি দিয়েছেন। গতকাল রোববার দুপুর দেড়টার দিকে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
জানা গেছে, চুয়াডাঙ্গা সদরের আলুকদিয়া-মনিরামপুর গ্রামের গোরস্তান থেকে গাছ কেটে বিক্রি করে রাজাপুর গ্রামের উজল মণ্ডলের ছেলে ফজলুর রহমান (৪০), কিয়াম উদ্দিনের ছেলে ইয়াছিন, মকর আলীর ছেলে রহমান ও মসলেম। এ অভিযোগের ভিত্তিতে সহকারী কমিশনার (ভূমি) মারুফুল আলম সেখানে অভিযান চালিয়ে বিক্রিকৃত গাছ জব্দ করেন এবং দুপুর দেড়টার দিকে মোবাইলকোর্ট বসিয়ে ফজলুর রহমানকে প্রধান আসামি করে ইমারত ও ভূমি রক্ষা আইন ১৯৭০’র ৭ ধারা মোতাবেক পাঁচহাজার টাকা জরিমানা করেন। এ সময় তারা নগদ পাঁচ হাজার টাকা পরিশোধ করেন এবং ভবিষ্যতে আর এমন করবে না শর্তে মুক্তি পান। জব্দকৃত গাছ এলাকায় মাইকিং করে বেলা সাড়ে তিনটার দিকে উন্মুক্ত নিলামে তোলেন। নিলামে আটজন অংশগ্রহণ করলেও বিশ্বাস ট্রেডার্সের স্বত্বাধিকারী রেজাউল বিশ্বাস সর্বোচ্চ ৩১ হাজার ৩শ টাকায় গাছ দুটি কেনেন। এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা হাফিজুর রহমান, প্রধান সহকারী জাহিদুল ইসলাম ও ইউনিয়ন ভূমি কর্মকর্তা আতিকুল হক।