গাংনীর বামন্দী মটমুড়া ও রাইপুর ইউপি চেয়ারম্যানদের দায়িত্ব গ্রহণ
গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী উপজেলার বামন্দী, মটমুড়া ও রাইপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান ও ইউপি সদস্যবৃন্দ দায়িত্ব গ্রহণ করেছেন। গতকাল শনিবার ইউনিয়ন চত্বরে পুরাতন জনপ্রতিনিধিদের আনুষ্ঠানিক বিদায় দিয়ে নতুনরা ওঠেন ইউনিয়ন কার্যালয়ে। বিদায়ী জনপ্রতিনিধিদের হাসিমুখে এমন বিদায়ে সৃষ্টি হয় এক নতুন দৃষ্টান্ত।
পৃথক তিন ইউপির অনুষ্ঠানে বক্তাদের সকলেই গাইলেন সাম্যের গান। বক্তারা বলেন, কোনো জনপ্রতিনিধি বিজয়ী হলে তিনি একক কোন দলের জনপ্রতিনিধি আর থাকেন না। তিনি ইউনিয়নের সকল নাগরিকের প্রতিনিধি। সুখে-দুঃখে জনগণের মঙ্গলে আত্মনিয়োগ করবেন এমনটাই প্রত্যাশা। দলীয় দৃষ্টিভঙ্গি নয়, জনগণকে জনগণ হিসেবেই মূল্যায়ন করা হোক। তবে বিদায় ও বরণ অনুষ্ঠানে সর্বদলীয় মানুষের সম্পৃক্ততা সেই ইঙ্গিত বহন করে বলে স্বস্তি প্রকাশ করেন বক্তারা।
অনুষ্ঠানে নবনির্বাচিত জনপ্রতিনিধিরা বলেন, ইউনিয়ন পরিষদের সীমিত সাধ্য ও সম্পদের মধ্যে জনগণের সব চাওয়া-পাওয়া পূরণ হয়তো সম্ভব নয়। তবে দলমত নির্বিশেষে যদি সবাই সহযোগিতার হাত বাড়ায় তাহলে সীমিত সাধ্যের মধ্যেই অনেক কিছু করা সম্ভব।
বিদায়ী জনপ্রতিনিধিদের কয়েকজন বলেন, পাঁচ বছর মেয়াদ পূর্ণ করে এভাবে যে সম্মানের সাথে বিদায় হবে তা ছিলো কল্পনার বাইরে। নবনির্বাচিতদের এমন ইতিবাচক মানসিকতায় বিদায়ী জনপ্রতিনিধিরাও পরিষদের সকল উন্নয়ন কাজে সহযোগিতা করবেন বলেও প্রতিশ্রুতি ব্যক্ত করেন। নবনির্বাচিতরা বিদায়ীদের যে সম্মানের আসনে বসিয়েছেন তা ঘিরেই এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়।
বামন্দী ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত অভিষেক অনুষ্ঠানে বিদায়ী চেয়ারম্যান আব্দুল আওয়ালের সভাপতিত্বে পুরাতন সদস্যবৃন্দ নবনির্বাচিত চেয়ারম্যান শহিদুল ইসলাম বিশ্বাসসহ ইউপি সদস্যদের ফুলের মালা দিয়ে বরণ করেন।
দ্বিতীয় পর্বে চেয়ারম্যান শহিদুল ইসলাম বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা সংসদ সদস্য সেলিনা আখতার বানু। নুরুল হুদার সঞ্চালায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাহিদুজ্জামান খোকন, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, উপজেলা নির্বাহী অফিসার আরিফ-উজ-জামান, গাংনী থানার ওসি আনোয়ার হোসেন, গাংনী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনারুল ইসলাম বাবু, বিদায়ী চেয়ারম্যান আব্দুল আওয়াল, সাবেক চেয়ারম্যান জুলফিকার আলী ভুট্টো। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন ইউপি চেয়ারম্যান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদকবৃন্দ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
এদিকে বেলা সাড়ে ১১টায় মাটমুড়া ইউনিয়ন পরিষদ চত্বরে নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের ফুলের তোড়া দিয়ে বরণ করেন বিদায়ী চেয়ারম্যান সিরাজুল ইসলাম। সেখানেও এক আবেগঘন পরিবেশে বিদায় ও অভিষেক অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। সননজনক এই বিদায় সারাজীবন মনে থাকবে বলে প্রতিক্রীয়া ব্যক্ত করেন বিদায়ীরা।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মটমুড়া ইউপি চেয়ারম্যান সোহেল আহম্মেদ। প্রবীণ আওয়ামী লীগ নেতা ইছার উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাড. একেএম শফিকুল আলম। বিশেষ অতিথি ছিলেন আহসান উল্লাহ মোহন, শরিফুল ইসলাম মাস্টার, আকবর আলী বিশ্বাস, মাসুদ পারভেজ, দৌলতপুরের আড়িয়া ইউপি চেয়ারম্যান সাইদ আনছারী বিপ্লব। সকলের সহযোগিতা কামনা করেন সোহেল আহম্মেদ। মিলাদ মাহফিলের মধ্যদিয়ে অনুষ্ঠান শেষ হয়।
এদিকে বেলা সাড়ে ৩টায় রাইপুর ইউনিয়ন পরিষদ চত্বরে আলোচনাসভা ও মিলাদ মাহফিলের মধ্যদিয়ে রাইপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান গোলাম সাকলায়েন ছেপুসহ সদস্যবৃন্দ দায়িত্ব গ্রহণ করেন। দাওয়াত দেয়া সত্ত্বেও বিদায়ী চেয়ারম্যান আলফাজ উদ্দীন কালু অনুষ্ঠানে অনুপস্থিত থাকায় তীব্র সমালোচনা করেন সাধারণ মানুষ।
অনুষ্ঠানে চেয়ারম্যান গোলাম সাকলায়েন ছেপুর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রাইপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সামসুজ্জামান মঙ্গল, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মোকলেছ, সাবেক সাধারণ সম্পাদক আজিজার রহমান, আবু সাইদ মাস্টার, সেকেন্দার আলী মাস্টার, ইউপি যুবলীগ সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি রাজু আহম্মেদ, সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম, নবনির্বাচিত সদস্য জাব্বারুল ইসলাম, আতিয়ার রহমান আজাদ, বকুল হোসেন ও ইসমত আরা। উপস্থিত ছিলেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। দোয়া মোনাজাত শেষে কাঙ্গালী ভোজ অনুষ্ঠিত হয়। তবে আরেকটি অনুষ্ঠানের মধ্যদিয়ে পুরাতনদের আনুষ্ঠানিক বিদায় দেয়া হবে বলে জানান রাইপুর ইউপি চেয়ারম্যান।