চাহিদা অনুযায়ী সেবা পেতে আরো কর দিতে হবে : অর্থমন্ত্রী
স্টাফ রিপোর্টার: চাহিদা অনুযায়ী সেবা পেতে ব্যবসায়ীদের আরো বেশি কর দেয়ার পরামর্শ দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেছেন, বর্তমানে সরকার যে রাজস্ব আয় করে, তা দিয়ে চাহিদা অনুযায়ী সেবা দেয়া যায় না। গতকাল রোববার পরিবেশবান্ধব শিল্পায়ন নিয়ে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) আয়োজিত আলোচনাসভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। মতিঝিলে চেম্বার ভবনে সভাটি অনুষ্ঠিত হয়। অর্থমন্ত্রী এ সময় শিল্পায়নের কারণে সৃষ্ট পরিবেশদূষণ থেকে রক্ষা পেতে শিল্প-কারখানায় বর্জ্য পরিশোধনাগার ও বর্জ্য ফেলার জায়গা সরকারিভাবে নির্মাণ করে দেয়ার প্রসঙ্গে কথা বলেন। অর্থমন্ত্রী বলেন, সরকার বর্জ্য পরিশোধনাগারের দায়িত্ব নিলে সহজ সমাধান হয়। তবে সরকারের এ সহায়তা পাওয়ার জন্য রাজস্ব বাড়াতে হবে। বর্তমান রাজস্ব দিয়ে হয় না। তিনি বলেন, বর্জ্য পরিশোধনের জন্য ভালো ব্যবস্থা হচ্ছে। যেমন আমাদের তরফে আমরা ট্যানারির বর্জ্য পরিশোধনের জন্য সাভারে চামড়া শিল্পনগরে কেন্দ্রীয় বর্জ্য পরিশোধনাগার নির্মাণ করে দিচ্ছি।
৩০ দিনের মধ্যে স্কুল-কলেজে পর্ষদ গঠনে ভোটের নির্দেশ
স্টাফ রিপোর্টার: এমপিদের বেসরকারি স্কুল-কলেজের গভর্নিং বডির (পরিচালনা পর্ষদের) সভাপতি হওয়ার অভিপ্রায় ব্যক্ত করার বিধানকে সংবিধান পরিপন্থী ঘোষণা করে দেয়া হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে। গতকাল রোববার এ রায় প্রকাশিত হয়। রায়ে যেসব প্রতিষ্ঠান নির্বাচন ছাড়া বিশেষ কমিটির মাধ্যমে পরিচালিত হয়ে আসছিলো সেসব কমিটিও বাতিল করেছেন আদালত। রায়ের কপি পাওয়ার ৩০ দিনের মধ্যে এসব প্রতিষ্ঠানে অ্যাডহক কমিটি গঠন করে নির্বাচন দিতে বলেছেন আদালত। একইসাথে আগামী ৬০ দিনের মধ্যে এ সংক্রান্ত আইনের সংশ্লিষ্ট ধারা সংশোধন করতে আইন সচিব, শিক্ষা সচিব ও ঢাকা শিক্ষা বোর্ডকে নির্দেশ দেয়া হয়েছে। পৃথক দুটি রিট মামলার চূড়ান্ত নিষ্পত্তি করে গত ১ জুন বিচারপতি জিনাত আরা ও বিচারপতি একেএম জহিরুল হকের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় দিয়েছিলেন। রায়ে বিশেষ গভর্নিং বডি গঠনের মাধ্যমে এ ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ পরিচালনার বিধানও সংবিধান পরিপন্থী ঘোষণা করা হয়েছে। পাশপাশি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেননকে সভাপতি করে গঠিত রাজধানীর ভিকারুন্নিসা নূন স্কুল অ্যান্ড কলেজের বিশেষ গভর্নিং বডি ভেঙে দিয়ে ৬ মাসের জন্য এডহক কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ সময়ের মধ্যে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ গঠনের জন্য নতুন নির্বাচন দিতে বলা হয়েছে রায়ে। এ রায়ের ফলে এমপিরা কোনো বেসরকারি স্কুল-কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি হতে পারবেন না। এমনকি বিশেষ কমিটি বা ম্যানেজিং কমিটি গঠনের মাধ্যমেও স্কুল-কলেজ পরিচালনা করা যাবে না।
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে সরকারি পর্যবেক্ষক অন্তর্ভুক্ত হবে
স্টাফ রিপোর্টার: বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান জানিয়েছেন, আইন সংশোধন করে ব্যাংকের মতো বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর ট্রাস্টি বোর্ডে সরকারি একজন পর্যবেক্ষক রাখার বিষয়টি অন্তর্ভুক্ত করা হবে। গতকাল রোববার ইউজিসিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংস্থাটির চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান এ তথ্য জানান। এছাড়া, সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর জঙ্গি কার্যক্রমের অভিযোগ তদারক করতে একটি কমিটিও গঠন করা হয়েছে বলে কমিশন আরও জানিয়েছে। সংবাদ সম্মেলনে জানানো হয়, জঙ্গিবিরোধী সচেতনতার অংশ হিসেবে আজ সারা দেশের সব বিশ্ববিদ্যালয়, কলেজ ও আরবি বিশ্ববিদ্যালয়ের অধীন মাদরাসার শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা মানববন্ধন করবেন। বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই কর্মসূচি পালিত হবে।
না খেতে পেয়ে দুর্বল হয়ে পড়ছে হাতিটি
স্টাফ রিপোর্টার: ভারতের আসাম থেকে বাংলাদেশের ভেতরে এসে আটকে পড়া বন্য হাতিটি খাদ্যের অভাবে দুর্বল হয়ে পড়ছে বলে জানাচ্ছেন বন বিভাগের কর্মকর্তারা। হাতিটিকে উদ্ধারের জন্য বন বিভাগের ১৭ সদস্যের একটি উদ্ধারকারী দল শনিবার থেকে হাতিটিকে অনুসরণ করছে। ফিরিয়ে নেয়ার জন্য ভারতীয় ওই প্রতিনিধিদল বাংলাদেশে অবস্থান করছে। গতকাল শেষ খবর পাওয়া পর্যন্ত হাতিটি জামালপুরের মাদারগঞ্জ উপজেলার ডাকাতিয়া নামে একটি গ্রামে অবস্থান করছে।
চুরি মামলা করলেন ঈশিকা
স্টাফ রিপোর্টার: মডেল ও অভিনেত্রী ঈশিকা খানের বাসায় চুরি হয়েছে। এ ঘটনায় ঈশিকার মা খাদিজা খানম বাদী হয়ে গৃহকর্মীর নামে মামলা করেছেন। গত বুধবার পল্লবী থানায় মামলা করেন তিনি। গত সোমবার ঈশিকাদের মিরপুরের বাসায় চুরির ঘটনা ঘটে। শুক্রবার সন্ধ্যায় ঈশিকা জানান, গত সোমবার ওই নারী আমাদের বাসায় প্রথম কাজ শুরু করেন। একদিন পর কৌশলে ২৮ ভরি সোনার গয়না ও ১ লাখ ৭০ হাজার টাকা চুরি করে চম্পট দেন। এরপর থেকে তার আর কোনো হদিস পাওয়া যাচ্ছে না। মামলা প্রসঙ্গে ঈশিকা বলেন, মামলা করার পর একটু স্বস্তি পাচ্ছি। পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে আমাকে আশ্বস্ত করা হয়েছে। এখন দেখা যাক কী হয়।