নেইমার ফিরলেন : বদলে গেল ব্রাজিল

মাথাভাঙ্গা মনিটর: অলিম্পিকের মহড়াটা ভালোই হলো ব্রাজিলের। ঘরের মাঠের অলিম্পিকে এবার যেন সোনার পদকটা না পেলেই নয়! গত শনিবার জাপানকে ২-০ গোলে হারিয়ে অলিম্পিক শুরু হওয়ার আগে আত্মবিশ্বাসটাও ঠিক সুরে বেঁধে নিলো নেইমারের দল। জাপানের বিপক্ষে এ ম্যাচ দিয়েই হলুদ-নীল জার্সিটা অনেক দিন পর পরলেন অলিম্পিকে ব্রাজিলের প্রাণভোমরা নেইমার। তাতেই যেন বদলে গেল গত কোপা আমেরিকায় প্রথম রাউন্ডে বাদ পড়ার অবিশ্বাস্য লজ্জা নিয়ে ফেরা ব্রাজিল দলটি। ব্রাজিলের ২ গোলের ‌‌১টি এসেছে তারই সহায়তা থেকে। নেইমার সামনে থেকেই নেতৃত্ব দিয়েছেন। তবে আলো ছড়িয়েছেন এবারের ‘আগামীর ​নেইমার’।

‘গাবিগোল’ খ্যাত গ্যাব্রিয়েল বারবোসার দুর্দান্ত এক গোলে ম্যাচের ৩৩ মিনিটেই এগিয়ে গিয়েছিলো ব্রাজিল অলিম্পিক দল। সান্তোসের স্ট্রাইকার এই গোলেই বুঝিয়ে দিয়েছেন ১৯ বছর বয়সেই ইউরোপীয় ক্লাবগুলোর কেন এতো আগ্রহ। তাকে দলে ভেড়াতে মুখিয়ে আছে জুভেন্টাসের মতো ক্লাব। প্রায় একক প্রচেষ্টায় জাপানি রক্ষণভাগের খেলোয়াড়দের ফাঁকি দিয়ে প্রথম গোলটি করেন ‘গাবিগোল’। বল পায়ে দুরন্ত গতিতে নিজের শরীর এঁকেবেঁকে বারবোসা ব্রাজিলকে এগিয়ে দেন, সেই সাথে ঝলক দেখান নিজের প্রতিভার। নেইমারের কর্নার থেকে ম্যাচের ৪১ মিনিটে দ্বিতীয় গোলটি করেন মারকুইনহো।

Leave a comment