গাংনীর বামন্দীতে আলোচনা সভায় মেহেরপুর পুলিশ সুপার হামিদুল আলম : ব্যক্তি সচেতনতা না থাকলে শুধু নিরাপত্তায় কাজ হবে না

 

মাজেদুল হক মানিক: নিজ নিজ জানমালের নিরাপত্তায় আরও সচেতন হওয়ার তাগিদ দিলেন মেহেরপুর পুলিশ সুপার হামিদুল আলম। গতকাল শনিবার বিকেলে গাংনী উপজেলার বামন্দী-নিশিপুর স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা বিষয়ক এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ব্যক্তি সচেতনতা না থাকলে শুধুমাত্র পুলিশি নিরাপত্তা দিয়ে অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধ করা যাবে না। পুলিশের সীমিত যানবাহন ও জনবলের ওপর ভর করে দরজা খুলে ঘুমানোর কোনো সুযোগ নেই। আগে নিজের নিরাপত্তা নিজেকেই চিন্তা করতে হবে। তাই ডিজিটাল যুগে ব্যবসা প্রতিষ্ঠানে সিসিটিভি স্থাপনের কোনো বিকল্প নেই। এর মধ্যদিয়ে দোকানে যেমন আভিজাত্য বাড়বে তেমনি নিরাপত্তা নিশ্চিত জেনে কেনাকাটায় স্বাচ্ছন্দ্যবোধ করবেন ক্রেতারা। তাছাড়া ২৪ ঘণ্টা দোকান ও পার্শ্ববর্তী সড়কের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করবে সিসিটিভি (ক্লোজ সার্কিট ক্যামেরা)। এটি থাকলে কোনো দুর্ঘটনা ঘটলেও অপরাধীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা সম্ভব হবে। নিরীহ মানুষ হয়রানির শিকার হবে না এবং অপরাধীরা ছাড় পাবে না মন্তব্য করে তিনি বলেন, বামন্দীর দোকান দুটিতে চুরির সাথে জড়িতদের যৌক্তিক সময়ের মধ্যে গ্রেফতারের আশা প্রকাশ করেন তিনি।

সম্প্রতি বহুল আলোচিত জঙ্গি হামলার বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়ে পুলিশ সুপার হামিদুল আলম আরো বলেন, এলাকায় কোও আগন্তুকের দেখা দিলে পুলিশে অবহিত করতে হবে। এছাড়াও বাড়িভাড়া দেয়ার ক্ষেত্রে ভাড়াটিয়াদের সঠিক পরিচয় ও শনাক্তকারীর বিষয়টি নিশ্চিত করে থানায় অবহিত করার নির্দেশনা দেন তিনি। পিতামাতা হিসেবে আপনার সন্তান কোথায় কি করছে তা সার্বক্ষণিক নজর রাখার পরামর্শ দেন তিনি।

মাদক সকল অপকর্মের পেছনের মূল কারণ বলে চিহ্নিত করে তিনি আরো বলেন, চুরি, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে যারা জড়িত তারা সুস্থ মানুষ নয়। মাদকসেবী ও মাদকব্যবসায়ীরা এসবের সাথে বেশি জড়িত। তাই মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। সামনে কোরবানির পশুহাটের যাতায়াতের পথে নিরাপত্তার বিষয়ে এলাকার মানুষের সহযোগিতা কামনা করেন তিনি।

অনুষ্ঠানে বামন্দী ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম বিশ্বাসের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আহমার উজ্জামান, গাংনী থানার ওসি আনোয়ার হোসেন। সঞ্চালনায় ছিলেন এসআই নাছির উদ্দীন। বক্তব্য রাখেন ব্যবসায়ী রবিউল ইসলাম, হাজি মতিয়ার রহমান, চপল বিশ্বাস, আ.লীগ নেতা বাদশা ও রিন্টু প্রমুখ। উপস্থিত ছিলেন বামন্দী বাজারের ব্যবসায়ী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আগামী ১০ আগস্টের মধ্যে বাজারের সকল ব্যবসা প্রতিষ্ঠানে সিসিটিভি ক্যামেরা স্থাপনের আশাবাদ ব্যক্ত করেন ব্যবসায়ীরা। বামন্দী-নিশিরপুর বাজার ব্যবসায়ীদের উদ্যোগে দোকানের নিরাপত্তা, চাঁদাবাজ, সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী এ আলোচনার সভার আয়োজন করা হয়।

Leave a comment