আলমডাঙ্গা ব্যুরো: গতকাল রোববার আলমডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যানের আর্থিক ক্ষমতা প্যানেল চেয়ারম্যান-১ আওয়ামী লীগ নেতা দেলোয়ার হোসেনকে হস্তান্তর করা হয়েছে। উপজেলা পর্যায়ের টিআর প্রকল্প বাচাই ও অনুমোদন মিটিঙে তিনি প্রথমবারের মতো ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান হিসেবে সভাপতিত্ব করেন।
গতকাল রোববার বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন প্যানেল চেয়ারম্যান-১ দেলোয়ার হোসেন। উপজেলা চেয়ারম্যান ডা. মুহাম্মদ হুমায়ুন কবীর সাময়িকভাবে বরখাস্ত হওয়ার পর আর্থিক ক্ষমতা পেয়ে তিনি ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান হিসেবে ওই সভায় সভাপতিত্ব করেন। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আনজুমান আরা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পারুলা খাতুন রাবেয়া, উপজেলা ইউপি চেয়ারম্যান সমিতির সভাপতি সানোয়ার হোসেন লাড্ডু। উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান বিশিষ্ট শিক্ষানুরাগী নুরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মাও. আব্দুল কাদের, ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম রোকন, ইউপি চেয়ারম্যান আমিরুল ইসলাম মন্টু, ইউপি চেয়ারম্যান হাসানুজ্জামান হাসান, ইউপি চেয়ারম্যান ইউসুফ আলী, ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রুন্নু, ইউপি চেয়ারম্যান দারুস সালাম, ইউপি চেয়ারম্যান রেজাউল হক রেজুসহ সকল ইউপি চেয়ারম্যান। এছাড়া উপজেলা প্রকৌশলী সুপ্রিয় মুখার্জি, কৃষি আবুল কালাম আজাদ, মৎস্য অফিসার, সমবায় অফিসার, উপজেলা মহিলা বিষয়ক অফিসার, যুবউন্নয়ন অফিসার, পরিবার পরিকল্পনা অফিসার, বিআরডিবির চেয়ারম্যান মহিদুল ইসলাম মহিদ, যুবলীগ নেতা সাজ্জাদুল ইসলাম স্বপন, তবারক হোসেন তবা, সমাজসেবা অফিসার, উপজেলা ভেটেরিনারি অফিসারসহ উপজেলা পর্যায়ের সকল অফিসার উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, উপজেলা পরিষদের গাড়িচালক পদে নিয়োগ কমিটির সুপারিশ মোতাবেক এক বছরের অধিক সময় অতিবাহিত হলেও গাড়িচালক পদে নিয়োগ না দেয়ার অভিযোগে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ আলমডাঙ্গা উপজেলা চেয়ারম্যান ডা. মুহাম্মদ হুমায়ুন কবীরকে সাময়িকভাবে বরখাস্ত করেছে। একই সাথে প্যানেল-১ (ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেনকে পরিষদের আর্থিক ক্ষমতা প্রদানের নির্দেশ দিয়েছে।