মুজিবনগরে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীর কারাদণ্ড

 

মুজিবনগর প্রতিনিধি: মাদক রাখা ও সেবনের অপরাধে দুই মাদকসেবীর কারাদণ্ডের আদেশ দিয়েছেন মেহেরপুরের মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট হেমায়েত উদ্দিন। গতকাল শনিবার দুপুরের দিকে তিনি ওই দণ্ডাদেশ ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা হচ্ছে- মুজিবনগর উপজেলার দারিয়াপুর গ্রামের সোহেল রানা (২৫) ও একই গ্রামের ফিরোজ আলী (১৯)।

মুজিবনগর থানাসূত্রে জানা গেছে, গত শুক্রবার সন্ধ্যারাতে সোহেল রানা ও ফিরোজ আলী বাগোয়ান গ্রামে আহাম্মদের বাড়ির সামনে রাস্তার ওপর গাঁজা সেবন করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে রতনপুর ক্যাম্পের এসআই জিল্লুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালান ও তাদেরকে গ্রেফতার করেন। এ সময় তাদের কাছ থেকে ১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। ভ্রাম্যমাণ আদালত ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) এর টেবিল ৭(ক) ধারায় দোষী সাব্যস্ত করে সোহেল রানা ও ফিরোজ আলীকে সাত দিন করে কারাদণ্ডাদেশ প্রদান করেন।

Leave a comment