গাংনী প্রতিনিধি: রাবেয়া খাতুন রিমি (১৯) নামের এক নারীকে এক কেজি ৬শ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শনিবার বিকেলে বামন্দী যাত্রী ছাউনিতে কুষ্টিয়াগামী বাসের অপেক্ষায় থাকার সময় তাকে গ্রেফতার করা হয়। সে কুষ্টিয়ার কুমারখালীর দুর্গাপুর ঘাটপাড়ার আব্দুর রাজ্জাক বিশ্বাসের মেয়ে ও কলেজছাত্রী বলে পরিচয় দিলেও নাম পরিচয় নিয়ে ধুয়াশা সৃষ্টি হয়েছে।
গাংনী থানা ওসি আনোয়ার হোসেন জানান, বিকেলে বামন্দী বাসস্ট্যান্ড যাত্রী ছাউনিতে একটি ভ্যানেটি ব্যাগ হাতে অবস্থান করছিলো গ্রেফতারকৃত রিমি। সন্দেহজনক অবস্থানের বিষয়টি পুলিশের নজরে এলে বামন্দী পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই আলী রেজা সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে নজরদারিতে রাখেন। সন্দেহ ঘনীভূত হলে যাত্রী ছাউনিতে উপস্থিত কয়েকজন নারীর মাধ্যমে তার ভ্যানেটি ব্যাগ তল্লাশি করে পুলিশ। ভ্যানেটি ব্যাগের ভেতর থেকে বের করা হয় গাঁজা। গাঁজা রাখার অপরাধে তাকে গ্রেফতার করে থানায় প্রেরণ করে ওই অভিযান দলটি।
এদিকে সন্ধ্যা থেকে রাত সাড়ে এগারটা পর্যন্ত থানায় জিজ্ঞাসাবাদে গাঁজার উৎস ও গন্তব্য সম্পর্কে তথ্য দেয় রিমি। নিজেকে কুমারখালীর একটি কলেজের ছাত্রী পরিচয় দিলেও তা নিয়ে পুলিশের কাছে ধুয়াশা সৃষ্টি হয়। কুমারখালী থানা পুলিশের সহযোগিতায় সন্ধ্যা থেকে মধ্যরাত অবধি সন্ধান করেও রিমির দেয়া নাম ঠিকানার কোনো সত্যতা পায়নি পুলিশ। মিথ্যা তথ্য দিয়ে সে পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা করছে কি-না তা খতিয়ে দেখে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান ওসি। তবে রিমির নামে গাংনী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আজ রোববার মেহেরপুর আদালতে সোপর্দ করা হবে। গ্রেফতার ওই নারীর নাম পরিচয় যাই হোক সে একজন মাদকব্যবসায়ী এ ব্যাপারে কোনো সন্দেহ নেই বলেও জানিয়েছেন ওসি আনোয়ার হোসেন।