মাথাভাঙ্গা অনলাইন : ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার পারফলসি গ্রামে পুকুরের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।
এরা হলো-উপজেলার পারফলসি গ্রামের জুয়েল হোসেনের ছেলে হৃদয়(৫) ও উজ্জ্বল মিয়ার ছেলে টনি(৪) এ দুজন সম্পর্কে চাচাতো ভাই।
রোববার দুপুর ১টার দিকে তারা মারা যায়।
হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিবুল ইসলাম জানান, দুপুরে হৃদয় ও টনি বাড়ির কাছে একটি ডোবার পাশে খেলছিল। এ সময় দুই ভাই পানিতে পড়ে গেলে তাদের মৃত্যু হয়। কোনো অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফনের জন্য অনুমতি দেওয়া হয়েছে।
এ ব্যাপারে হরিণাকুণ্ডু থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।