স্টাফ রিপোর্টার: ফেডারেশন কাপে চমক দেখিয়ে ফাইনালে উঠেছিল। প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচেও শিরোপার দাবিদার শেখ জামালের সাথে ১-১ গোলে ড্র করে নিজেদের ‘জায়ান্ট কিলার’ পরিচয়টাকে আরও প্রতিষ্ঠিত করে তুলেছিলো আরামবাগ। তবে গতকাল প্রিমিয়ার লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচে আর পারল না সাইফুল বারী টিটুর দল। শক্তিশালী মুক্তিযোদ্ধার কাছে হেরে গেল ৩-০ গোলে। গত কয়েক দিনে প্রিমিয়ার লিগ দুর্দান্ত কিছু ম্যাচ দেখেছে। আজকের ম্যাচটি ঠিক সেরকম হয়নি। অবশ্য পরিকল্পনার ছাপ কম দেখা গেলেও প্রত্যয় ছিলো ঠিকই। মুক্তিযোদ্ধার নিজেদের প্রমাণের চ্যালেঞ্জ ছিলো, আরামবাগও লড়ে গেল সমানে সমানে। কিন্তু শেষ পর্যন্ত হার মেনেছে আহমেদ মুসা কোলোর কাছে। মুক্তিযোদ্ধা স্ট্রাইকার করেছেন দুই গোল, অন্য গোলটি জাভেদ খানের।
মুক্তিযোদ্ধাকে এগিয়ে যাওয়ার সুযোগ অবশ্য করে দিয়েছে আরামবাগই। বলতে গেলে পেনাল্টি ‘উপহার’ই দিয়েছে। এবারের ইউরোতে ফ্রান্সের বিপক্ষে ম্যাচে ক্রস ঠেকাতে নিজেদের বক্সে যেভাবে হ্যান্ডবল করে পেনাল্টি উপহার দিয়েছিলেন শোয়েইনস্টাইগার, সেটিই আজ মনে করিয়ে দিলেন আরামবাগের শরীফুল ইসলাম সজীব। ৩৫ মিনিটে ডান দিক থেকে আসা একটি ক্রস ঠেকাতে গিয়ে হাত উঠিয়ে দিলেন ডিফেন্ডার। ব্যস, পেনাল্টি! ঠাণ্ডা মাথায় সেটিকে জালে পাঠিয়ে মুক্তিযোদ্ধাকে এগিয়ে দেন স্ট্রাইকার আহমেদ মুসা।