আলমডাঙ্গা মধুপুরের ছোট পুলিশি জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে বহু অপকর্মের কথা

 

আলমডাঙ্গা ব্যুরো: যাবজ্জীবন কারাভোগকারী আলমডাঙ্গার মধুপুরের ছোট (৫২) গ্রেফতার হওয়ার পর পুলিশের কাছে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। এলাকায় অপহরণ, চাঁদাবাজি ও ডাকাতির সাথে তার বাহিনীর জড়িত থাকার কথা বলেছে সে। হরিণাকুণ্ডু ও আলমডাঙ্গা উপজেলার বিভিন্ন গ্রামে তার বাহিনীর ১২ জনের নাম পরিচয় জানিয়েছে। যমুনা মাঠে ডাকাতি মামলার আসামি হিসেবে ও জামজামি-হরিণাকুন্ডু এলাকায় অপহরণ ও চাঁদাবাজি মামলার সন্দেহভাজন আসামি হিসেবে জামজামি ফাঁড়ি পুলিশ তাকে গত বৃহস্পতিবার আটক করে। হত্যাসহ অস্ত্র ও চাঁদাবাজি মামলায় ১৯৯৩ সালে গ্রেফতার হলে তার ২৫ বছর কারাদণ্ড হয়। ১৬ বছর কারাভোগের পর ২০১১ সালে তিনি জেলমুক্ত হয়ে বাড়ি ফেরেন।

জানা গেছে, গত বৃহস্পতিবার বিকেলে জামজামি পুলিশ ফাঁড়ির এএসআই ফারুক সঙ্গীয় ফোর্সসহ  জামজামি বাজারে অভিযান চালিয়ে আলমডাঙ্গা উপজেলার মধুপুর গ্রামের মৃত শমসের আলীর ছেলে এক সময়ের ভয়ঙ্কর সন্ত্রাসি ইকতার হোসেন ছোটকে (৫২)ক গ্রেফতার করে।

ছবিঃ ছোট।

Leave a comment