বৈদ্যুতিক খুঁটির তার ছিঁড়ে দামুড়হুদা কলাবাড়ির দুই গৃহবধূ বিদ্যুতায়িত

 

 

আলমডাঙ্গার রুইথনপুরে বিদ্যুতস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত

স্টাফ রিপোর্টার: আলমডাঙ্গার রুইথনপুরে বিদ্যুত স্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিক টিটন আলী নিহত হয়েছেন। নির্মাণ কাজের সময় ভেজা বাঁশ বৈদ্যুতিক তারের ওপর পড়ে বিদ্যুতায়িত হলে তিনি আছড়ে পড়ে যান। এ সময় অতিরিক্ত রক্তক্ষরণের পর ঘটনাস্থলেই টিটন আলী মারা যান। গতকাল শুক্রবার সকালে রুইথনপুর বাজারের নির্মাণাধীন মোহাম্মদ আলীর মার্কেটে এ ঘটনা ঘটে। এদিকে দামুড়হুদার কলাবাড়ি গ্রামে বৈদ্যুতিক খুঁটির তার ছিঁড়ে দুই গৃহবধূ বিদ্যুত স্পৃষ্ট হয়েছেন। তাদেরকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, চিৎলা ইউনিয়নের রুইথনপুর বাজারের মোহাম্মদ আলীর মার্কেটে নির্মাণকাজ করতে যান টিটন আলী (২৭)। নির্মাণ কাজের জন্য ভারাবাঁধা ভেজা বাঁশে বিদ্যুতায়িত হলে এ দুর্ঘটনা ঘটে। আছড়ে পড়ার কারণে তার মাথায় আঘাত লাগে। ফলে কান, নাক, মুখ দিয়ে অতিরিক্ত রক্তক্ষরণ হয়। ঘটনাস্থলেই টিটন মারা যান। নির্মাণ শ্রমিক টিটন আলী আলমডাঙ্গার ভাংবাড়িয়া গ্রামের মৃত রতন আলীর ছেলে। তিনি দুই সন্তানের জনক। নিহত টিটনের লাশ উদ্ধার করে গ্রামে নেয়ার পর গতকাল বিকেলে রুইথনপুর গোরস্তানে তার দাফন সম্পন্ন হয়। পিতার মৃত্যুর পুর টিটন আলী রুইথনপুরে বসবাস করে আসছিলেন।

এদিকে, চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কলাবাড়ি গ্রামের ছানোয়ার হোসেনের স্ত্রী সাজেদা বেগম (৩০) বিদ্যুতায়িত হয়ে আহত হয়েছেন। গতকাল সকাল ১০টার দিকে বাড়ির সামনে রাস্তার ওপর বৈদ্যুতিক খুঁটির তার ছিঁড়ে পড়ে ছিলো। এ সময় ওই পড়ে থাকা তারে বিদ্যুতায়িত হয়ে সংজ্ঞা হারিয়ে পড়ে যান তিনি। সংজ্ঞাহীন অবস্থায় পড়ে থাকতে দেখে প্রতিবেশী রানার স্ত্রী সোনিয়া খাতুন (২০) তার কাছে যান। এ সময় পাশে থাকা বৈদ্যুতিক খুঁটির ছেঁড়া ওই তারে বিদ্যুতায়িত হয়ে তিনিও আহত হন। পরে স্থানীয়রা তাদের দুজনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন।

Leave a comment