স্টাফ রিপোর্টার: দেশের অন্যান্য স্থানের মতো চুয়াডাঙ্গা জেলা শহরের ছাত্রাবাসগুলোতেও পুলিশি তল্লাশি শুরু হয়েছে। দিনে ও রাতে নজরদারির পাশাপাশি পুলিশের বিশেষ দল ছাত্রবাসে তল্লাশিও চালাচ্ছে। তবে গতকাল পর্যন্ত প্রাপ্ত খবরে গত দু দিনে তেমন কোনো ছাত্রাবাস থেকে উল্লেখযোগ্য কোনো অস্ত্র বা জঙ্গি সংশ্লিষ্ট পোস্টার ছবি উদ্ধারের খবর পাওয়া যায়নি।
জানা গেছে, চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রাবাস ছাড়াও জেলা শহর ও শহরতলীতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য ছাত্রবাস। এর মধ্যে দক্ষিণ হাসপাতালপাড়া এলাকায় বেশকটি ছাত্রবাস রয়েছে। দেশে জঙ্গি অপতৎপরতা বৃদ্ধির পর এসব ছাত্রাবাসের তালিকা প্রস্তুত করে পুলিশি নজরদারি বৃদ্ধি করা হয়েছে। সন্দেহভাজন তেমন কিছু দেখামাত্রই নেয়া হচ্ছে আদ্যপান্ত খোঁজ। বাসাবাড়িতে গড়ে তোলা ছাত্রবাস বা মেসের দিকে গোয়েন্দা নজরদারি সর্বাধিক। বিশেষ করে ঝিনাইদহে মেসের আদলে জঙ্গি ডেরা করে তাদের অবস্থানের বিষয়টি সামনে আসার পর থেকেই ছাত্রাবাসগুলো এখন পুলিশের নজরদারিতে।