খবর: (কেরুজ চিনিকলের অফিসক্লার্ক নাসির উদ্দিন কর্তৃক সোয়াকোটি টাকা আত্মসাতের ৪ বছর পার)
কেরুর টাকা সাত পরে খায়
তাই কেরু আজ ফকির,
কর্তা বাবু চুরি করে
গয়না বানায় সখির।
বানায় লোকে দালান কোঠা
ব্যাংকে জমায় কেউ,
ছোট খাটো চাকরি করে
বাড়ির মালিক সেও।
সব বাবাজি খাওয়ায় পটু
পঙ্গু কেরুজ মিল,
ডিউটি ফাঁকি দিয়ে মানুষ
তোলে মাসিক বিল।
-আহাদ আলী মোল্লা