যাবজ্জীবন কারাদন্ডভোগকারি এক সময়ের ভয়ঙ্কর সন্ত্রাসি ছোট (৫২) গ্রেফতার

 

আলমডাঙ্গা ব্যুরো: যাবজ্জীবন কারাদণ্ডভোগকারী সন্ত্রাসী আলমডাঙ্গার মধুপুরের ছোটকে (৫২) পুলিশ গ্রেফতার করেছে। যমুনা মাঠে ডাকাতি মামলার আসামি হিসেবে ও জামজামি-হরিণাকুণ্ড এলাকায় অপহরণ ও চাঁদাবাজি মামলার সন্দেহভাজন আসামি হিসেবে জামজামি ফাঁড়ি পুলিশ তাকে গতকাল বৃহস্পতিবার জামজামি বাজার থেকে আটক করে। হত্যাসহ অস্ত্র ও চাঁদাবাজি মামলায় ১৯৯৩ সালে গ্রেফতার হলে তার ২৫ বছর কারাদণ্ডাদেশ হয়। ১৬ বছর কারাভোগের পর ২০১১ সালে তিনি জেলমুক্ত হয়ে বাড়ি ফেরেন।

জানা গেছে, গতকাল বৃহস্পতিবার বিকেলে জামজামি পুলিশ ফাঁড়ির এএসআই ফারুক সঙ্গীয় ফোর্সসহ  জামজামি বাজারে অভিযান চালিয়ে আলমডাঙ্গা উপজেলার মধুপুর গ্রামের মৃত শমসের আলীর ছেলে ইকতার হোসেন ছোটকে গ্রেফতার করেছে। ছোট পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির নেতা ছিলো। ১৯৯৩ সালে বেলগাছি গ্রামের মোহাম্মদ হত্যা মামলায় তার ৭ বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দেয়া হয়। তৎকালীন পাঁচলিয়া গ্রাম থেকে পুলিশ তাকে আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার করলে সে মামলায় ১৭ বছর কারাদণ্ডাদেশ দেয়া হয়, তাছাড়া বেগুয়ারখাল গ্রামের শুকুর ডাক্তারের দায়েরকৃত চাঁদাবাজির মামলায় তাকে আদালত ১ বছরের সশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করে। মোট ২৫ বছরের শাস্তি মাথায় নিয়ে ছোট জেলে ঢোকে। পরে বিভিন্ন কারণে কয়েক দফা কয়েক বছর সে সাজা মাফের সুযোগ পায়। ১৬ বছর কারাদণ্ড ভোগ শেষে ২০১১ সালে জেলমুক্ত হয়ে বাড়ি ফেরে সে। আজ শুক্রবার তাকে সংশ্লিষ্ট মামলায় জেলহাজতে প্রেরণ করা হতে পারে।

Leave a comment