দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদা ঘুরে গেলেন উপজেলার নবাগত নির্বাহী অফিসার মো. ফরিদুর রহমান। গতকাল রোববার বিকেল সাড়ে তিনটার দিকে তিনি দামুড়হুদা উপজেলা পরিষদে আসেন এবং উপজেলার অন্যান্য অফিসারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। আজ সোমবার সকালে যোগদান করবেন বলে তিনি জানিয়েছেন। উপজেলা পরিষদের নবাগত ইউএনওর আগমনের সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আবুল আমিন, ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার ফরিদ হোসেন, সদর ইউপি চেয়ারম্যান প্রভাষক শরীফুল আলম মিল্টনসহ অন্য অফিসারগণ। মো. ফরিদুর রহমান ইতঃপূর্বে বাংলাদেশ সচিবালয়ের অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সিনিয়র সহকারী সচিব পদে কর্মরত ছিলেন। তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন।