মেহেরপুর অফিস: মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় দুজন আহত হয়েছে। আহতরা হলেন- কুষ্টিয়া জেলার ভাদালিয়া গ্রামের ফেলা মণ্ডলের ছেলে আলগামন চালক আলামিন হোসেন (৩২) ও মেহেরপুর শহরের বোসপাড়ার আত্তাব হোসেনের ছেলে তুহিন (৩০)। গতকাল বুধবার দুপুরে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের ধূসরপাড়া নামকস্থানে একটি ছাগলকে বাঁচাতে গিয়ে শ্যালোইঞ্জিনচালিত যান আলগামন ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়।
আহত আলামিন হোসেনের বাবা ফেলা মণ্ডল জানান- মেহেরপুর থেকে কাজ শেষ করে শ্যালোইঞ্জিনচালিত যান আলগামন নিয়ে কুষ্টিয়ার উদ্দেশে রওনা হয় আলামিন। ধূসরপাড়া নামক স্থানে পৌঁছুলে রাস্তায় থাকা একটি ছাগলকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে সে। এ সময় অপরদিক থেকে আসা একটি অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হয় আলগামনচালক আলামিন হোসেন ও অটোরিকশার যাত্রী তুহিন। স্থানীয়রা তাদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে তুহিনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে কুষ্টিয়া সদর হাসপালে রের্ফাড করেন কর্তব্যরত ডা. খায়রুজ্জামান পিনু।