মহেশপুর পৌর আ.লীগের উদ্যোগে জঙ্গিবিরোধীসভা অনুষ্ঠিত

 

মহেশপুর প্রতিনিধি: সোমবার সকালে মহেশপুর উপজেলা পরিষদ ডাকবাংলোর হলরুমে পৌর আ.লীগের উদ্যোগে জঙ্গিবিরোধী সভা অনুষ্ঠিত হয়। পৌর আ.লীগের সভাপতি অমল কুমার কুণ্ডের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঝিনাইদহ-৩ আসনের সাংসদ নবী নেওয়াজ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ময়জদ্দীন হামীদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা কৃষকলীগের সহসভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, জেলা আ.লীগের সদস্য মীর সুলতানুজ্জামান লিটন, পৌর আ.লীগের পৌর আ.লীগের সাধারণ সম্পাদক এমদাদুল হক বুলু, বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুস সাত্তার, যুবলীগের আহ্বায়ক ও কাউন্সিলর কাজী আতিয়ার রহমান, সাবেক যুবলীগ নেতা শরিফুল ইসলাম, যুব লীগের যুগ্মআহ্বায়ক ইয়াকুব আলী, ছাত্রলীগের সভাপতি আমিনুর রহমান প্রমুখ। বক্তারা, জঙ্গি তৎপরতা বন্ধে মাঠে ময়দানে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য ১৪ দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

Leave a comment