গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী উপজেলার বামন্দী বাজারে মোবাইল ও কাপড় ব্যবসায়ীদের দুটি দোকান থেকে টাকাসহ ৮ লক্ষাধিক টাকার মালামাল চুরি হয়েছে। গত রোববার রাতে কোনো এক সময় দোকানের তালা ভেঙে চুরি সংঘঠিত হয়। চুরির ঘটনায় জেলার বাণিজ্যিক স্থানখ্যাত বামন্দীর ব্যবসায়ীদের মাঝে চুরি আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
জানা গেছে, রোববার সন্ধ্যায় প্রতিদিনের ন্যায় দোকান তালাবন্ধ করে বাড়ি ফিরে গিয়েছিলেন বামন্দী বাজারে ভাই ভাই মোবাইল হাউজ ও পাশ্ববর্তী মার্কেটের কাপড় ব্যবসায়ী ইয়াজুল ইসলাম। রাতে একদল চোর দোকান দুটির সার্টারের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় ভাই ভাই মোবাইল হাউজ থেকে লক্ষাধিক টাকাসহ সাত লাখ টাকার মালামাল লুটে নেয়। অপরদিকে ইয়াজুল ইসলামের দোকান থেকে লক্ষাধিক টাকার শাড়ী ও লুঙ্গিসহ কাপড় নিয়ে যায়। পালিয়ে যাওয়ার সময় চোরেরা তাদের ব্যবহৃত কিছু জিনিসপত্র ফেলে ভাঙা তালা নিয়ে যায়। গতকাল সোমবার সকালে দোকান খুলতে গিয়ে চুরির বিষয়টি টের পান মালিকরা। খবর পেয়ে গাংনী, মেহেরপুরসহ বিভিন্ন এলাকার মোবাইল ব্যবসায়ীরা ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। গতকালই থানায় জিডি করেন ভুক্তভোগীরা। তবে এখনো পর্যন্ত চোর সনাক্ত ও গ্রেফতার হয়নি। দ্রুত চোর গ্রেফতার ও চুরি করা মালামাল উদ্ধারের চেষ্টা চলছে বলে জানান পুলিশ। এ ধরণের একটি বাজারে দোকানের নিরাপত্তার জন্য ব্যবসায়ীরা তেমন কোনো ব্যবস্থা গ্রহণ করেননি। দুর্বল নৈশপ্রহরী ব্যবস্থার মধ্য দিয়েই চলে আসছে। তবে বাজারের পশ্চিম পার্শ্বে অবস্থিত বামন্দী পুলিশ ক্যাম্পের অবস্থানের কারণে নিরাপত্তার বিষয়টি তেমন একটি আমলে নেয়া হয়নি বলে জানান কয়েকজন ব্যবসায়ী। তবে এ ঘটনার মধ্যদিয়ে বাজারের ব্যবসায়ীদের নিজস্ব ব্যবস্থাপনায় নিরাপত্তার ব্যবস্থা জোরদারের দাবি উঠেছে। চুরির ঘটনায় আতঙ্কিত ব্যবসায়ীরা এখন নিরাপত্তা নিশ্চিত নিয়েই ব্যস্ত সময় কাটাচ্ছেন।