ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০১৩-১৪ শিক্ষাবর্ষের অনার্স (সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে। গতকাল শনিবার বেলা ১২টায় উপচার্য অধ্যাপক ড. আবদুল হাকিম সরকারের সভাপতিত্বে ভর্তি পরীক্ষার ইউনিট সমন্বয়কারীদের নিয়ে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এ ব্যাপারে উপচার্য অধ্যাপক ড. আবদুল হাকিম সরকার বলেন, দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এবং পরীক্ষা সংক্রান্ত কিছু কাজ সম্পন্ন না হওয়ায় ইউনিট সমন্বয়কারীদের সাথে আলোচনা করে পরীক্ষা স্থগিত করেছি। পরিবর্তীতে পরীক্ষার তারিখ ও সময় পত্রিকার মাধ্যমে জানানো হবে। উল্লেখ্য, আগামী ১৬ নভেম্বর থেকে ২০ নভেম্বর পর্যন্ত ২০১৩-১৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো।