পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী
মাথাভাঙ্গা মনিটর: আস্থা ভোট সামনে রেখে পদত্যাগের ঘোষণা দিলেন নেপালের প্রধানমন্ত্রী খাগড়াপ্রসাদ অলি। রোববার এমনটাই জানায় বার্তা সংস্থা রয়টার্স। ২০১৫ সালে ক্ষমতা গ্রহণের পর থেকেই বেশ কয়েকবার সমালোচনার মুখে পড়েন কমিউনিস্ট পার্টির (সংযুক্ত মার্কসবাদী-লেনিনবাদী) নেতা খাগড়া প্রসাদ (কেপি) শর্মা অলি। রোববার বিকেলে নেপালের ৫৯৫ সদস্যের পার্লামেন্টে হতে যাওয়া আস্থা ভোটে অলি হেরে যেতে পারেন বলে ধারণা করা হচ্ছিলো। এর আগে রোবববার সকালে রাষ্ট্রিয় প্রজাতন্ত্র পার্টি (আরপিপি) ও মাধেসি জনঅধিকার ফোরাম নেপাল (ডেমোক্রেটিক) ক্ষমতাসীন জোট ছাড়ার ঘোষণা দেয়। উভয় দল জানায়, ভোটে তারা বিরোধীদের সাথে থাকবে। ক্ষমতাসীন জোট ছাড়ার দলীয় সিদ্ধান্ত উল্লেখ করে আরপিপি-র জ্যেষ্ঠ নেতা কিরণ গিরি বলেন, প্রধানমন্ত্রী ও তার দলের দাম্ভিকতার কারণে আমাদের এ ছাড়া আর কোনো বিকল্প ছিলো না।
তামিলনাড়ুতে সড়ক দুর্ঘটনায় নিহত ১০
মাথাভাঙ্গা মনিটর: ভারতের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় রাজ্য তামিল নাড়ুতে লরির সাথে বাসের সংঘর্ষে অন্তত ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩৩ জন। রোববার রাজ্যের কৃষ্ণগিরি জেলায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সংবাদমাধ্যম গুলো জানায়, দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের উদ্ধার করতে ১০টি এম্বুলেন্স গেছে। কিছুদিন আগে একই স্থানে একটি দুর্ঘটনায় ১৭ জন মানুষ নিহত হয়েছিলেন।
বাগদাদে আত্মঘাতী বোমা হামলায় নিহত ১২
মাথাভাঙ্গা মনিটর: ইরাকের রাজধানী বাগদাদে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। হামলার ঘটনায় আরো ২২ জন আহত হয়েছেন। গতকাল রোববার রাজধানীর উত্তরাঞ্চলে শিয়া অধ্যুষিত এলাকার একটি চেক পয়েন্টের সামনে এই হামলার ঘটনা ঘটে। ইরাকের নিরাপত্তা ও মেডিকেল কর্মকর্তারা এই তথ্য জানিয়েছে। এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, এখন পর্যন্ত কেউ দায় স্বীকার না করলেও ইসলামিক জঙ্গি সংগঠন আইএস শিয়া অধ্যুষিত এলাকায় হামলা চালিয়ে থাকে। চলতি মাসের শুরু দিকে বাগদাদের কারাদাতে বোমা হামলা ২৯২ জন নিহত হযেছেন। এর কিছুদিন পর রাজধানীর উত্তরে হামলা ৪০ জন প্রাণ হারিয়েছেন।
টেক্সাসে অ্যাপার্টমেন্টে গুলি : শিশু-নারীসহ নিহত ৪
মাথাভাঙ্গা মনিটর: যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ব্যাসট্রপ শহরের একটি অ্যাপার্টমেন্টে গুলির শব্দ পাওয়ার পর সেখান থেকে এক শিশু ও দুই নারীসহ ৪ জনের লাশ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। এ ঘটনায় হামলাকারীও নিহত হন। গতকাল রোববার বাংলাদেশ সময় সকালে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানায়। প্রাথমিকভাবে এ হামলার কারণ জানা যায়নি। তবে পুলিশ জানিয়েছে হামলাকারী মারা গেছে এবং সে এখন আর কারো জন্য হুমকিজনক নয়। প্রাথমিকভাবে জানানো হয়, হামলাকারী আত্মহত্যা করেছে। কিন্তু পরবর্তীতে পুলিশ জানায়, হামলাকারী মারা গেছে। আমরা তদন্ত শেষে আপনাদের জানাতে পারব, কিভাবে সে মারা গেছে।
এক বছর ধরে পরিকল্পনা করে মিউনিখ হামলাকারী
মাথাভাঙ্গা মনিটর: জার্মানির মিউনিখ শহরে শপিং সেন্টারে হামলাকারী ডেভিড আলি সনবোলি গত এক বছর ধরে আক্রমণের পরিকল্পনা করেছিলো। শুক্রবারের এই হামলায় ৯ জন নিহত হয়েছে। জার্মান-ইরানি বংশোদ্ভূত ১৮ বছর বয়স্ক সনবোলির কাছে একটি পিস্তল এবং ৩০০ রাউন্ড বুলেট ছিল। শুক্রবারের ওই আক্রমণের পরই সে আত্মহত্যা করে। বাভারিয়ান ক্রাইম অফিস জানাচ্ছে, পিস্তলটি অবৈধভাবে ইন্টারনেট থেকে কেনা হয়। এই দফতর আরো জানিয়েছে, সনবোলির বাড়িতে পাওয়া জিনিসপত্র পরীক্ষা করে তার পরিকল্পনা সম্পর্কে ধারণা পাওয়া গেছে। নিহতদের মধ্যে সাতজনের বয়সই ১৯’র নিচে, যার মধ্যে তিন জন কসোভো, তিন জন তুরস্ক এবং একজন গ্রীস থেকে আসা।