গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী পৌর বিএনপির সাধারণ সম্পাদক পৌর ৪ নং ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান ডাবু আওয়ামী লীগে যোগদান করেছেন। গতরাত ১১টার দিকে গাংনী বাসস্ট্যান্ডে আনুষ্ঠানিকভাবে সাবেক এমপি মকবুল হোসেনসহ নেতৃবৃন্দ তাকে ফুলের মালা দিয়ে বরণ করেন। বঙ্গবন্ধুর নীতি আদর্শে উদ্বুদ্ধ হয়ে তিনি বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগদান করেছেন এমন প্রতিক্রিয়া জানিয়েছেন কামরুজ্জামান ডাবু। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মকলেছুর রহমান মুকুল, উপজেলা চেয়ারম্যান একেএম শফিকুল আলম, পৌর মেয়র আহম্মেদ আলী, উপজেলা যুবলীগের যুগ্মসম্পাদক মজিরুল ইসলামসহ যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী সমর্থকবৃন্দ।
এদিকে কামরুজ্জামান ডাবু আওয়ামী লীগে যোগ দিচ্ছেন এমন খবরে গতকাল সকাল থেকেই গুঞ্জন শুরু হয়। গোটা এলাকায় আলোচিত হয়ে ওঠে এ বিষয়টি। আওয়ামী লীগ নেতাকর্মীদের মাঝে বিপুল উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়। গতকাল বিকেলে থেকেই গাংনী শহরসহ আশপাশের এলাকা থেকে নেতাকর্মীরা ভিড় করেন গাংনী শহরে। একদিকে গুঞ্জন অন্যদিকে ডাবুকে বরণের সব প্রস্তুতি সম্পন্ন করেন আওয়ামী লীগ নেতাকর্মীরা। পরিশেষে রাত ১১টার দিকে ঢাকা থেকে একটি মাইক্রোবাসযোগে গাংনী বাসস্ট্যান্ডে আসেন কামরুজ্জামান ডাবু। এ সময় বিপুল সংখ্যক নেতাকর্মী স্লোগানে স্লোগানে তাকে স্বাগত জানায়। এরপর আওয়ামী লীগ নেতৃবৃন্দ তাকে ফুলের মালা গলায় দিয়ে কোলাকুলির মাধ্যমে বরণ করেন। প্রতিক্রিয়ার ডাবু আরো বলেছেন, শেখ হাসিনার নেতৃত্ব এদেশে বার বার দরকার। দেশের সার্বিক উন্নয়নে আওয়ামী লীগ সরকারের কোনো বিকল্প নেই। তিনি জয় বাংলার স্লোগান দিয়ে বক্তব্য শেষ করেন।
কামরুজ্জামান ডাবুর যোগদানের বিষয়টি চলমান রাজনৈতিক অঙ্গণে ট্রাম কার্ড হিসেবে দেখছেন আওয়ামী লীগ নেতাকর্মীরা। বিএনপির রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি। শহরের রাজনৈতিক অঙ্গণে তার বেশ প্রভাব রয়েছে। ফলে আন্দোলন সংগ্রামে আওয়ামী লীগ নেতাকর্মীরা বেশ চাঙ্গা ও উদিপ্ত হবেন বলে মনে করছেন আওয়ামী লীগ নেতারা।