আলমডাঙ্গায় বাইসাইকেলের দোকানে ছিনতাই

 

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা শহরের কাইসার সাইকেল স্টোরে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইকারীচক্র ধরতে পুলিশ বিশেষ অভিযান চালিয়েছে। আলমডাঙ্গা শহরের হাইরোডে অবস্থিত একই মালিকের কাইসার সাইকেল স্টোর নামক কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে কাইসার আলীর ছেলে মিন্টু সম্প্রতি একটি দোকান হাইরোড সংলগ্ন গলির ভেতর তাদের দুতলা বাড়ির নিচতলায় স্থানান্তর করেছেন। গতকাল রোববার রাত ১১টার দিকে বেচাকেনা শেষ করে দোকানে বসেই মিন্টু খাতায় হিসেব নিকেশের কাজ করছিলেন। এমন সময় একজন অপরিচিত ব্যক্তি উপস্থিত হয়ে তার নিকট পাখিভ্যানের একটি ব্যাটারি কিনতে চান। বেচা-বিক্রি বন্ধ করে দিয়েছেন এমন অজুহাত তুলে প্রথমে বিক্রি করতে রাজি না হলেও পরে অপরিচিত ব্যক্তির কাকুতি মিনতিতে এক পর্যায়ে মিন্টু ব্যাটারি বিক্রি করতে রাজি হন। ওই সময় লোকটি দোকানের ভেতর প্রবেশ করে। মিন্টু ব্যাটারি চার্জে দিয়ে পরীক্ষা করে দিতে উদ্যত হলে আরও দুজন অপরিচিত ব্যক্তি অনুমতি না নিয়েই ভেতরে প্রবেশ করে সরাসরি ড্রয়ার খোলে। এ সময় মিন্টু ছুটে গিয়ে প্রতিবাদ করলে তাকে সজোরে ধাক্কা দিয়ে ড্রয়ার থেকে টাকা নিয়ে দ্রুত সটকে পড়ে। কতো টাকা নিয়েছে জানতে চাইলে মিন্টু জানা, ২৫-২৬ হাজার টাকা হবে। সন্ধ্যার আগেই তিনি ক্যাশ সরিয়ে নিয়েছিলেন বলে জানিয়ে তিনি বলেন, সন্ধ্যার পর বিক্রির আনুমানিক ২৫-২৬ হাজার টাকায় ছিলো। এদিকে ছিনতাইয়ের সংবাদ পেয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়। ছিনতাইকারীদের ধরতে পুলিশ অভিযান অব্যাহত ছিলো।

 

Leave a comment