স্টাফ রিপোর্টার: চুযাডাঙ্গা জেলা সদরের গড়াইটুপি মেটেরি মেলা শেষ হয়েও শেষ হয়নি। মেলার মেয়াদ ১৫ দিন বাড়ানো হয়েছে। মেলার শুরু নিয়ে এ বছর অনেক জল ঘোলাও হয়েছে। ফলে আনন্দ উৎসবের পরিবর্তে নিরানন্দ আর হতাশা নেমে আসে সকলের মাঝে। মুক্তিযোদ্ধা সংসদ চুয়াডাঙ্গা সদর উপজেলা কমান্ড নতুন করে হালধরায় মেলার মেয়াদ বৃদ্ধি করা হয়েছে বলে স্থানীয়রা জানিয়ে বলেছেন, মেয়াদ বাড়লেও জুয়া আর নগ্ন নৃত্য হতে দেবে না পুলিশ প্রশাসন।
গত ১৫ জুলাই চুয়াডাঙ্গা জেলা প্রশাসক সায়মা ইউনুস আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করেন। গতপরশু শনিবার ছিলো সিডিউল মোতাবেক মেলার শেষ দিন। এরই মধ্যে মেলার ইজরাদার শুকুর আলী মেয়াদ বাড়ানোর জন্য জেলা প্রশাসকের নিকট আবেদন করেন। তা নামঞ্জুর করেন জেলা প্রশাসক। চুয়াডাঙ্গা সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড আব্দুস শুকুর বাঙ্গালী মুক্তিযোদ্ধাদের কল্যাণে মেলাটি আরও কিছুদিন চালানোর জন্য জেলা প্রশাসক বরাবর আবেদন করেন। যার স্মারক নং ০৫.৪৪.১৮০০.১০০.৭৮.০০১.১৬-২০০(৪) তারিখ ২৩/০৭/২০১৬। শর্তসাপেক্ষে রোববার থেকে অনুমোদন দেন জেলা প্রশাসক।