গাংনী প্রতিনিধি: মেহেরপুর জেলা মোটরশ্রমিক ইউনিয়নের লাইন সম্পাদক মনিরুল ইসলাম মনির গাংনীস্থ বাড়ির পাশ থেকে চারটি বোমাসাদৃশ্য বস্তু ও ২০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার গভীর রাতে ডিবির একটি দল এগুলো উদ্ধার করে।
ওসি ডিবি জানান, মনির বাড়িতে বোমা ও ইয়াবা রয়েছেন বলে মোবাইলফোনে অজ্ঞাত এক ব্যক্তি ডিবিকে জানায়। পরে ওই বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় বাড়ির পাঁচিলের বাইরের দিকে একটি ব্যাগে ঝুলানো পরিত্যক্ত অবস্থায় চারটি বোমাসাদৃশ্য বস্তু ও ২০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তবে এ সময় মনি বাসার বাইরে ছিলেন। মিথ্যা মামলায় ফাঁসাতে কতিপয় ব্যক্তি এগুলো রেখেছে বলে অভিযোগ করেন মনি।
ওসি ডিবি জানান, অভিযানের পর থেকেই তথ্যদাতার মোবাইলফোনটি বন্ধ রয়েছে। এগুলো রাখার পেছনে কারা রয়েছে তা খুঁজে বের করার চেষ্টা চলছে। ওইগুলো যেখানে রাখা হয়েছিলো তা বাইরে থেকে সহজেই রাখা যেতে পারে।