সভাপতি মনিরুল ইসলাম মনি ও সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন
স্টাফ রিপোর্টার: ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে চুয়াডাঙ্গা জেলা বাস-ট্রাক সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন দৌলাতদিয়াড় শাখার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গতপরশু শনিবার অনুষ্ঠিত এ নির্বাচনে মনিরুল ইসলাম মনি সভাপতি ও হেলাল উদ্দিন সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। নির্বাচনে ৪৭৯ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
এক প্রেসবিজ্ঞপ্তিতে জানিয়েছে, চুয়াডাঙ্গা জেলা বাস-ট্রাক সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের দৌলাতদিয়াড় শাখা দ্বিবার্ষিক নির্বাচনে শনিবার সকাল ৭টা থেকে একটানা বেলা ৩টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ৭৭৬ জন ভোটারের মধ্যে ৪৭৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এ নির্বাচনে সভাপতি পদে মনিরুল ইসলাম মনি ২২৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. বেল্টু ১৩৮ ও সাইফুল ইসলাম ১১৮ ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদক পদে হেলাল উদ্দিন ২৫৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল হাই ১১০ ও বাপ্পী রহমান পেয়েছেন ৯১ ভোট। এছাড়াও সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন আবু তালেব ও জাহাঙ্গীর আলম, যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান পান্ন, সহসম্পাদক মুকুল হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় আগেই নির্বাচিত হন। সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন আমজেদ হোসেন, প্রচার সম্পাদক আলী হোসেন, কোষাধ্যক্ষ শফিকুল ইসলাম মানিক নির্বাচিত হয়েছেন। এছাড়াও কার্যকরি সদস্য নির্বাচিত হয়েছেন ইদ্রিস আলী, নাজমুল হক ও উজ্জ্বল মণ্ডল।