পিকআপ-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সরোজগঞ্জের কাঁচামাল ব্যবসায়ী নিহত

 

সরোজগঞ্জ প্রতিনিধি: মাগুরা ইছাখাদার নিকট পিকআপ-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মর্মান্তিক মৃত্যু হয়েছে চুয়াডাঙ্গার সরোজগঞ্জ শাহাপুরের কাঁচামাল ব্যবসায়ী তাইজেল হোসেনের।

জানা গেছে চুয়াডাঙ্গা সদর  উপজেলার কুতুবপুর ইউনিয়নের সরোজগঞ্জ শাহাপুরের আব্দুল মান্নানের ছেলে কাঁচামাল ব্যবসায়ী তাইজেল হোসেন (৪৮) গত শুক্রবার রাত ১০টার দিকে শাহাপুর থেকে পিকআপযোগে কাঁচামাল ভর্তি করে ফরিদপুর নিয়ে যাওয়ার সময় মাগুরার ইছাখাদার নিকট পিকআপের সাথে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান তাইজেল হোসেন। এদিকে গতকাল শনিবার বেলা সাড়ে ৪টার দিকে মাগুরা থেকে তার লাশ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদরের সরোজগঞ্জ শাহাপুরের নিজ বাড়িতে আনা হলে স্বজনদের কান্নায় ভেঙে পড়েন। এ ঘটনায় শাহাপুর গ্রামে নেমে আসে শোকের ছায়া। গতকাল বিকেলে শাহাপুর গ্রামের কবরস্থানে তাইজেলের দাফন সম্পন্ন হয়।

 

Leave a comment