স্টাফ রিপোর্টার: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আগামী ১০ ও ১১ নভেম্বরের সব বর্ষের টার্ম ফাইন্যাল পরীক্ষা স্থগিত করেছে কর্তৃপক্ষ। গতকাল শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মমিনুল হক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। পরীক্ষাগুলোর নতুন তারিখ এখনো জানানো হয়নি। পরিবর্তিত তারিখ পরে ঘোষণা করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। আগামী বছরের শুরুর দিকে কমমূল্যে উচ্চগতির ইন্টারনেট সেবা পাওয়া যাবে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রী মোস্তফা ফারুক মুহম্মদ।