ডাকবাংলা প্রতিনিধি: ঝিনাইদহের হরিণাকুণ্ডু থেকে গতকাল শনিবার দু বিএনপিকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো উপজেলার মাঠ আন্দুলিয়া গ্রামের আলম এবং নিচতুলা গ্রামের আসলাম।
হরিণাকুণ্ডু থানার ওসি মহিবুল ইসলাম জানান, নাশকতার অভিযোগে সকালে উপজেলার মাঠ আন্দুলিয়া ও নিচতুলা গ্রাম থেকে দুজনকে গ্রেফতার করা হয়।