ভ্রাম্যমাণ সংবাদদাতা: প্রেমের টানে বাড়ি ছেড়ে পালিয়ে যাওয়ার সময় কার্পাসডাঙ্গা পুলিশের হাতে আটক হয়েছে যুবক-যুবতী। ঘটনাটি ঘটেছে গতরাত সাড়ে ১০টার দিকে। দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের কুতুবপুর গ্রামের শহিদুল হকের মেয়ে মমতাজ খাতুন মাগুরা জেলার রূপদাহ গ্রামের মহিউদ্দীন মোল্লার ছেলে আনসার সদস্য আবুজার ইসলাম আজিজ গতকাল সোমবার দুপুরের পর থেকে কার্পাসডাঙ্গা বাজারে অপেক্ষা করতে থাকে। সন্ধ্যার পর আবুজার ইসলাম আজিজ কার্পাসডাঙ্গা বাজারের তেলপাম্পের সামনে হাজির হয়ে পালিয়ে যাওয়ার উদ্দেশে বাজারের জামাল মার্কেটের সামনে ঘোরাফেরা করতে থাকে। এদের দুজনের ঘোরাফেরা সন্দেহ হলে টহলরত কার্পাসডাঙ্গা পুলিশ ক্যাম্পের সদস্যরা ধরে ক্যাম্পে নেয়। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, মোবাইলফোনের মাধ্যমে যোগাযোগ হয়। উভয়ে বিয়ে করার জন্য বাড়ি থেকে পালিয়ে এসেছি। এ রিপোর্ট লেখা পর্যন্ত ছেলে-মেয়ে উভয়ে কার্পাসডাঙ্গা পুলিশ ক্যাম্পের আইসি জিয়াউল হকের তত্ত্বাবধানে ছিলো।
এ বিষয়ে আইসি জিয়াউল হকের কাছে মোবাইলফোনের মাধ্যমে জানতে চাইলে তিনি বলেন, আমরা তাদেরকে আপত্তিকর অবস্থায় আটক করেনি তাছাড়াও ছেলে-মেয়ে দুজনই প্রাপ্তবয়স্ক। ছেলে-মেয়ের পরিবারের পক্ষ থেকে লোকজন এলেই এদের বিয়ের ব্যবস্থা করা হবে।