পাঁচমাইল প্রতিনিধি: চু্য়াডাঙ্গা সদর উপজেলার যুগিরহুদা গ্রামে পরস্ত্রীর সাথে আপত্তিকর অবস্থায় ধরা পড়েছে ছয়ঘরিয়া কচুখালী গ্রামের ডালিম। গৃহবধূ সেলিনা খাতুনের সাথে রঙ্গলীলা দেখে স্থানীয়দের খবর দেন গৃহবধূর স্বামী। পরে স্থনীয় জনতা এসে তাদেরকে ঘরের মধ্যে থেকে আটক করে। গতকাল বৃহস্পতিবার রাত ৮টার দিকে যুগিরহুদা গ্রামে গৃহবধূর সেলিনার বাড়িতে এঘটনা ঘটে। রাতেই সালিশ বৈঠকের মাধ্যমে সেলিনা ও ডালিমের বিয়ে দেয়া হয়।
গৃহবধূ সেলিনার স্বামী জানান, বাড়ির পাশে দোকান থেকে নিজ ঘরে এসে দরজা বন্ধ অবস্থায় দেখতে পান তার স্বামী। সেলিনাকে দরজা খুলতে বললে স্ত্রী ঘরের আলো নিভিয়ে দেয়ায় সন্দেহ স্বামীর। কাছে থাকা টর্চলাইট জ্বালিয়ে ঘরের মধ্যে স্ত্রীর সাথে ডালিমকে দেখতে পান তিনি। এ সময় তিনি স্থানীয়দের বিষয়টি জানালে এলাকাবাসী ওই ঘর থেকে সেলিনা ও ডালিমকে আটক করে। ২ সন্তানের জনক ডালিম (৩০) চুয়াডাঙ্গা সদর উপজেলার ছয়ঘরিয়া কচুখালী গ্রামের মৃত ঠাণ্ডুর ছেলে। এদিকে গৃহবধূ সেলিনার (২৭) ১৮ বছরের দাম্পত্য জীবনে কোনো সন্তান আসেনি। তবে ডালিম বলেছে, মোবাইলফোনে তাকে ডেকে আনে ওই গৃহবধূ। গতরাতেই তাদেরকে আটক করে সালিস বৈঠকের আয়োজন করা হয়। সালিসে ডালিম ও সেলিনার বিয়ে দেয়া হয়।