স্টাফ রিপোর্টার: দেশের চলমান পরিস্থিতিকে ভয়াবহ সংঘাতময় উল্লেখ করে গণতন্ত্রের ভবিষ্যত নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান এইচএম এরশাদ। আজ রোববার শহীদ নূর হোসেন দিবসকে গণতন্ত্র দিবস উল্লেখ করে গতকাল শনিবার এক বিবৃতিতে তিনি বলেন, এখন গণতন্ত্রের নামে যা চলছে, সেটিকে হিংসা-হানাহানি-সংঘাত ও প্রতিহিংসা চরিতার্থ করার প্রবণতা বলা যায়।
বিবৃতিতে জাপা চেয়ারম্যান দাবি করে বলেন, আমার শাসনামলের পর গণতান্ত্রিক শাসন নামেমাত্র বহাল থাকলেও গণতান্ত্রিক আচার-আচরণ-পরিবেশ ২২ বছর ধরে বিঘ্নিত। আমার শাসনামলের পর এ পর্যন্ত রাজনৈতিক সহিংসতায় আড়াই হাজারের বেশি মানুষের প্রাণহানি ঘটেছে বলে পত্রিকায় খবর প্রকাশিত হয়েছে। তিনি আরও বলেন, জাতীয় পার্টির মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। ১৯৮৬ সালের ১০ নভেম্বর জাতীয় সংসদে আমি ঘোষণা করে বলেছিলাম, জনগণের প্রত্যাশিত গণতন্ত্রের ভীত আজ রচিত হলো, যা কেউ কোনদিন নস্যাত করতে পারবে না। সেই গণতন্ত্রকে নিষ্কণ্টক রাখতে আমি জনগণকে সাথে নিয়ে আজীবন সংগ্রাম করে যাবো।