কুষ্টিয়ায় আটক হোস্টেল সুপার ও শিবির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা

 

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ায় জঙ্গিবিরোধী অভিযানে আটক হওয়া এক শিক্ষক, হোস্টেল সুপার এবং ১২ শিবির নেতাকর্মীর বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানায় মামলা হয়েছে। গত মঙ্গলবার রাতে কুষ্টিয়া মডেল থানার এসআই রফিকুল ইসলাম বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনের মামলাটি করেন।

মামলার আসামিরা হলেন- সরকারি মেডিকেল অ্যাসিসটেন্ট টেনিং ইনস্টিউট (ম্যাটস) থেকে আটক হওয়া শিক্ষা প্রতিষ্ঠানটির শিক্ষক (ফার্মেসি) মোহাম্মদ আলম (৪৫), ছাত্র শিবিরের সাথী পদের নেতা আব্দুল হান্নান (২১) ও আব্দুল মান্নান (২১), শিবির কর্মী ইব্রাহিম আলী (১৯), মোহাম্মদ ইউসুফ (২০), সাইফুল ইসলাম (২১), আহসান হাবিব (২২), কাজী ফয়েজ আহম্মেদ সৌরভ (২২) আব্দুল করিম (২১) এবং মেডিকেল কলেজ ছাত্রাবাস থেকে আটক হওয়া শিবির কর্মী আমীমুল এহসান (২২), শরীফ হোসেন (২২), আল মুনতাসির (২১) ও আলমাস আহমেদ আবীর (২২)।

কুষ্টিয়া মডেল থানার এসআই ওবাইদুর রহমান জানান, আটকদের বিরুদ্ধে মামলা দায়েরের পর তাদের আদালতে পাঠানো হয়েছে। মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত মডেল থানা ও গোয়েন্দা পুলিশের একটি দল ম্যাটসের হোস্টেলে অভিযান চালিয়ে ৯ জন এবং সন্ধ্যায় কুষ্টিয়া মেডিকেল কলেজের ছাত্রাবাসে অভিযান চালিয়ে ৪ জনকে আটক করে।

Leave a comment