র‌্যাব-পুলিশের নিখোঁজ তালিকায় থাকা সামসুল মানুষিক প্রতিবন্ধী ও ফরহাদ বাড়ি ফিরেছেন

 

জীবননগর ব্যুরো: ৱ্যাব-পুলিশের হেডকোয়ার্টার থেকে সরবরাহকৃত সারাদেশের ২৬২ জনের নিখোঁজ তালিকায় থাকা চুয়াডাঙ্গার জীবননগরের শামসুল হক মানষিক প্রতিবন্দ্বী ও দামুড়হুদা ফরহাদ হোসেন সরকারি চাকরিজীবী। রাজমিস্ত্রি শামসুল হক গত ২৯ জুন শ্বশুরবাড়ি গোয়ালপাড়া থেকে নিখোঁজ হয়েছেন এবং ফরহাদ হোসেন ঢাকা থেকে ফেরার পথে অজ্ঞান পার্টির খপ্পড়ে পড়ে ৩ দিন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

সামসুল হক জীবননগর শহরের রাজনগরের নিগার মোল্লার ছেলে ও ফরহাদ হোসেন দামুড়হুদা উপজেলা শহরের গুলশানপাড়ার বাসিন্দা। ফরহাদ বর্তমানে দামুড়হুদা উপজেলা কৃষি অফিসে উপ-সহকারী কৃষি অফিসার হিসেবে কর্মরত রয়েছেন। অন্যদিকে মানষিক প্রতিবন্দ্বী সামসুল হকের এখনো পর্যন্ত কোনো সন্ধান পাওয়া যায়নি বলে পুলিশ ও তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। নিখোঁজ হওয়ার পর পরিবারের পক্ষ থেকে তাদের বিষয়ে থানাতে সাধারণ ডায়রিভূক্ত করা হয়। এরই ভিত্তিতে ৱ্যাব-পুলিশের দেয়া সারাদেশের নিখোঁজ তালিকায় তাদের নাম উঠে আসে। এদের বিরুদ্ধে জঙ্গি সংশ্লিষ্টতার কোনো প্রমাণ এখন পর্যন্ত পাওয়া যায়নি বলে জীবননগর থানার অফিসার ইনচার্জ মো. হুমায়ুন কবির নিশ্চিত করেছেন। তবে তাদের বিরুদ্ধে তদন্ত চলছে বলে তিনি জানিয়েছেন।

 

Leave a comment