চুয়াডাঙ্গা আইনজীবী নেতাদের সাথে শামসুজ্জামান দুদুর মতবিনিময়

 

স্টাফ রিপোর্টার: বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম চুয়াডাঙ্গা জেলা শাখার নেতৃবৃন্দের সাথে এক সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় করেছেন। গতকাল বুধবার বেলা সাড়ে ১০টার দিকে চুয়াডাঙ্গা আইনজীবী সমিতির লাইব্রেরী ভবনে নিজ দলের আইনজীবী নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, আইনজীবী সমিতির আগামী নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এর ফলে ভোটের ফলাফল আরও ভাল হওয়ার সম্ভাবনা থাকে। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা আইনজীবী সমিতির সভাপতি শাজাহান মুকুল, সাধারণ সম্পাদক হেদায়েত হোসেন আসলাম, সাবেক সাধারণ সম্পাদক শামীম রেজা ডালিম, মইনুদ্দিন মইনুলসহ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের  অন্যান্য নেতৃবৃন্দ ।

Leave a comment