মুজিবনগরে সংবাদ সম্মেলন করেছেন বাগোয়ান ইউপি চেয়ারম্যান আয়ুব হোসেন

 

মুজিবনগর প্রতিনিধি: স্বাধীনতার সুতিকাগার মুজিবনগরের বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরে সংবাদ সম্মেলন করেছেন মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আয়ুব হোসেন। গতকাল বুধবার দুপুরে ইউনিয়ন পরিষদ হলরুমে সাংবাদিকদের সামনে লিখিত বক্তব্য পাঠ করেন তিনি।

লিখিত বক্তব্যে তিনি বলেন, ১৭ এপ্রিল বাংলাদেশের প্রথম সরকারের গঠিত হয় ঐতিহাসিক মুজিবনগর আম্রকাননে। এই সরকারের নেতৃত্বে দীর্ঘ ৯ মাস যুদ্ধের পর আমরা পায় স্বাধীন একটি রাষ্ট্র। মুজিবনগরকে গুরুত্ব দিয়ে আম্রকাননকে ঘিরে তৈরি করা হয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক কমপ্লেক্স। অথচ প্রধানমন্ত্রীর আশ্বাসের পরও এর পূর্ণাঙ্গ কাজ শেষ হয়নি। বার বার মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আশ্বাস দেন চলতি বছরের মধ্যে এর কাজ শেষ হবে। অথচ কোন অদৃশ্য শক্তির কারণে আজও এ কমপ্লেক্সের কাজ শেষ হয়নি। এছাড়াও প্রধানমন্ত্রী আশ্বাসের মধ্যে বেশ কিছু কাজ বাস্তবায়িত হলেও এখনও অধরায় থেকে গেছে স্থলবন্দর ও চেকপোস্ট, বেতারকেন্দ্র স্থাপন ও রেলপথের বাস্তবায়নের কাজ। তিনি দাবি জানান, মুজিবনগরকে গুরুত্ব দিয়ে এখানে প্রধানমন্ত্রীর নামে একটি বিশ্ববিদ্যালয়, বছরে একবার মন্ত্রিপরিষদ ও সংসদের মিটিং, কৃষিভিত্তিক শিল্পকলকারখানা স্থাপন, বাগোয়ান ও রশিকপুর ভৈরব নদীর ওপর ব্রিজ নির্মাণের কাজ শুরু করাসহ বাগোয়ান ইউনিয়ন পরিষদ নাম পরিবর্তন করে আনন্দবাস, জয়পুর, তারানগর, ঢোলমারি, রতনপুর, বাগোয়ান, বল্লভপুর, মানিকনগর, নাজিরাকুনা, ভবরপাড়া, সোনাপুর, মাঝপাড়া গ্রাম নিয়ে পৌরসভা ঘোষণা করা। এ দাবিগুলো নিয়ে সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেনকে নিয়ে সেপ্টেম্বর মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করবেন বলে তিনি জানান।

Leave a comment