সরোজগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদরের সরোজগঞ্জ বাজারের বুদোর লন্ডির দোকানে আগুন লেগে লক্ষাধিক টাকার মালামাল ভস্মীভূত হয়েছে। গতকাল বুধবার ভোরে দিকে এ ঘটনা ঘটে। চুয়াডাঙ্গা সদর উপজেলার সরোজগঞ্জ বাজারের হাইস্কুল রোডে বুদোর লন্ডি দোকানে আগুন লেগে কাপড় পুড়ে ভস্মীভূত হয়ে যায়। খবর পেয়ে দোকানমালিক বাজারের জনগণের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে নেন। অগ্নিকাণ্ডে প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দোকানমালিক সূত্রে জানা গেছে।