মেহেরপুর অফিস: সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে ব্যতিক্রমধর্মী উদ্যোগ নিয়েছে মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়ন পরিষদ। অপরিচিত কাউকে এলাকার কোথাও অবস্থান নিতে দেখলে প্রশাসনের নিকট দ্রুত সংবাদ পৌঁছে দেয়ার জন্য ওই ইউনিয়নের গ্রামপুলিশদের হাতে তুলে দেয়া হয়েছে মোবাইলফোন।
গতকাল বুধবার সকালে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়ন পরিষদের উদ্যোগে ওই সিম ও মোবাইলফোন তুলে দেয়া হয়। জেলা প্রশাসক পরিমল সিংহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তাদের হাতে সিম ও মোবাইলফোন তুলে দেন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন বুড়িপোতা ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ মুকুল, সচিব সানোয়ার হোসেন প্রমুখ। এদিন বুড়িপোতা ইউনিয়ন পরিষদের অধীনে কর্মরত ১২ জন গ্রামপুলিশের হাতে একটি করে টেলিটক ও বাংলালিংক সিম এবং মোবাইলফোন তুলে দেয়া হয়।