স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক আসলাম হোসেনের নেতৃত্বে পৃথক অভিযান চালিয়ে ফেনসিডিল ও চোলাই মদসহ ৩ মাদক বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফফতাকৃতদের দামুড়হুদা ও চুয়াডাঙ্গা সদর থানায় সোপর্দ করা হয়। এ ব্যাপারে চুয়াডাঙ্গা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক আসলাম হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সকাল ৭টায় দামুড়হুদা উপজেলার মোহাম্মদপুর গ্রামের মৃত অনুপ দাসের ছেলে শ্রী অশোক কুমার দাসের বাড়িতে অভিযান চালিয়ে ১০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয় এবং এ সময় মাদকবিক্রেতা অশোক কুমার দাসকে গ্রেফতার করা হয়। অপরদিকে বেলা সাড়ে ১২টার দিকে দামুড়হুদা উপজেলার ইশ্বরচন্দ্রপুর গ্রামের আহসান আলীর স্ত্রী নাজমা খাতুনের বাড়িতে অভিযান চালিয়ে ৯ বোতল ফেনসিডিলসহ মাদক বিক্রেতা নাজমা খাতুনকে গ্রেফতার করা হয়। এছাড়াও বেলা পোনে ১টার দিকে চুয়াডাঙ্গা সদরের আকুন্দবাড়িয়া গ্রামের মৃত সানোয়ার হোসেনের ছেলে ওয়াসিমের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় ১১ বোতল ফেনসিডিলসহ মাদকবিক্রেতা ওয়াসিমকে গ্রেফতার করা হয়। পরে ওয়াসিমের বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানায় এবং নাজমা খাতুন ও শ্রী অশোক কুমার দাসের বিরুদ্ধে দামুড়হুদা থানায় পৃথক মামলা করে তাদের থানায় সোপর্দ করা হয়। অভিযানে সাথে ছিলেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মিলন কুমার মুখার্জি ও এসআই আবুল কালাম আজাদ।